প্রধান কোচ নয় বরিশালের টেকনিক্যাল ডিরেক্টর হোয়াটমোর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
ফরচুন বরিশালের প্রধান কোচ হয়ে বাংলাদেশে আসছেন ডেভ হোয়াটমোর! সেপ্টেম্বরের শেষ নাগাদ এমন খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি। তবে সপ্তাহখানেক আগে খবর বেরোয় বিপিএলে আসছেন না এই অস্ট্রেলিয়ান। যদিও সেই গুঞ্জন সত্যি হচ্ছে না পুরোপুরি। কোচ হিসেবে না আসলেও বরিশালের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দেখা যাবে হোয়াটমোরকে।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বরিশাল। দলের সঙ্গে যোগ দিতে ১৮ জানুয়ারি বাংলাদেশে আসবেন হোয়াটমোর। পুরো টুর্নামেন্টেই বাংলাদেশের সাবেক এই প্রধান কোচের সার্ভিস পাবে তারা। এর আগেও বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে হোয়াটমোরের। ২০১৬ সালে বরিশাল বুলসের কোচ হিসেবে এসেছিলেন তিনি।

এদিকে হোয়াটমোর টেকনিক্যাল ডিরেক্টর হওয়ায় বরিশালের প্রধান কোচ হিসেবে দেখা যাবে মিজানুর রহমান বাবুল। লম্বা সময় ধরেই ঘরোয়া ক্রিকেটে ভালো করছেন তিনি। কাজ করার অভিজ্ঞতা আছে বিসিবির বয়সভিত্তিক দল এবং ঘরোয়া লিগেরও। সবশেষ বিপিএলেও বরিশালের সঙ্গে ছিলেন মিজানুর।
হোয়াটমোরের আসার খবর নিশ্চিত করার দিনে বিদেশি ক্রিকেটাররা কবে নাগাদ আসবেন এবং কতদিন কাকে পাওয়া যাবে এমন তথ্যও দিয়েছে বরিশাল। গত মৌসুমে সেরা চারে ওঠা দলটির এবারের আসরে অন্যতম বড় তারকা শোয়েব মালিক। গতবার রংপুর রাইডার্সের হয়ে খেলা মালিক এবার খেলবেন বরিশালের হয়ে।
১৯ জানুয়ারি থেকে মালিককে পাওয়া যাবে বরিশালের জার্সিতে। তবে টুর্নামেন্টের মাঝ পথে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাড়বেন তিনি। ১৭ তারিখ থেকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরু হওয়ায় দেশে ফিরতে হবে তারকা এই অলরাউন্ডারকে। এদিকে ভারতের সঙ্গে সিরিজ শেষ করে ১৮ জানুয়ারি বাংলাদেশের বিমান ধরবেন ইব্রাহিম জাদরান।
আফগানিস্তানের এই ব্যাটারকে ড্রাফটের বাইরে থেকে দলে নেয় বরিশাল। নিউজিল্যান্ড সফরে থাকা ফখর জামান, আব্বাস আফ্রিদিদের পাওয়া যাবে ২২ জানুয়ারি থেকে। পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ ইমরান ১৭ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত খেলবেন বরিশালের হয়ে।
শ্রীলঙ্কার দুনিথ ওয়াল্লালাগে ১৮ জানুয়ারি দলের সঙ্গে যোগ দিয়ে দেশে ফিরবেন ৪ ফেব্রুয়ারি। পুরো মৌসুম অবশ্য পাওয়া যাবে ইয়ানিক ক্যারিয়াহকে। ওয়েস্ট ইন্ডিজের এই লেগ স্পিনার ১৮ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনাপত্তি পত্র পেয়েছেন। শেষ দিকে বরিশালের হয়ে খেলতে আসবেন ডেভিড মিলারও।