promotional_ad

‘বিগ ব্যাশের সময় বিপিএল না হলে অনেক অস্ট্রেলিয়ান এখানে খেলত’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

কলকাতার নতুন সহকারী কোচ গিবসন

৮ মার্চ ২৫
বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে কাজ করেছেন ওটিস গিবসন, ফাইল ছবি

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি- এই তিন মাসে সারা বিশ্বজুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে নানান ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগ। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ, এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল) এই সময়ে অনুষ্ঠিত হয়। বিগ ব্যাশের সাথে বা পরে শুরু না হলে অনেক অস্ট্রেলিয়ান ক্রিকেটারই বাংলাদেশে বিপিএল খেলতে আসত বলে মনে করেন বেন কাটিং।


গত ৭ ডিসেম্বর শুরু হওয়া বিগ ব্যাশের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি। এদিকে বিপিএল শুরু হচ্ছে ১৯ জানুয়ারি। একই দিন আরব আমিরাতে শুরু হচ্ছে আইএল টি-টোয়েন্টি। এ ছাড়া গত ১০ জানুয়ারি শুরু হয়েছে এসএ টি-টোয়েন্টি। ১৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে পিএসএল।


এতগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ যখন প্রায় একই সময়ে চলবে তখনই বাংলাদেশে হচ্ছে বিপিএল। আর এসব লিগগুলোতে চুক্তি অনুযায়ী আসা-যাওয়ার মাঝেই ব্যস্ত থাকছেন ক্রিকেটাররা। সিলেট স্ট্রাইকার্সের হয়ে বাংলাদেশে এবার বিপিএল খেলতে এসেছেন বেন কাটিং। বিপিএলের পুরো আসরে তিনিই একমাত্র অস্ট্রেলিয়ান।



promotional_ad

অন্যান্য অস্ট্রেলিয়ানরা বিপিএলে খেলতে না আসার কারণ হিসেবে তিনি দুষছেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সাংঘর্ষিক সূচিকে, '(অস্ট্রেলিয়ানরা বিপিএলে কম আসার) কারণ তো খুব স্বাভাবিক। একই সময়ে বিগ ব্যাশ চলে অস্ট্রেলিয়াতে। আমি বাদে খুব কম অস্ট্রেলিয়ান ক্রিকেটারই অন্য লিগ খেলতে পারে। সম্ভবত ২-১ জন ফ্রিল্যান্স ক্রিকেটারই শুধু খেলতে পারে।'


'অন্যজন ক্রিস লিন, সে বিগ ব্যাশ খেলছে। এটাই একমাত্র কারণ। তবে আমি নিশ্চিত ছেলেরা বিপিএল খেলতে এলে অনেক উপভোগ করত। বিগ ব্যাশের সাথে সূচি সাংঘর্ষিক না হলে অস্ট্রেলিয়ার অনেকেই খেলতে পারত।'


এবারের বিপিএলে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে সিলেট। দলটিতে কাটিংয়ের পাশাপাশি অন্যান্য বিদেশি ক্রিকেটার হলেন বেনি হাওয়েল, রায়ান বার্ল, হ্যারি টেক্টর, রিচার্ড এনগারাভা, দুশান হেমান্থা, জর্জ স্ক্রিমশ'র মতো ক্রিকেটাররা।


এ ছাড়া দেশীয় ক্রিকেটারদের দলটিতে আরও আছেন মাশরাফি বিন মুর্তজা, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলী চৌধুরি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু ও শফিকুল ইসলামের মতো ক্রিকেটাররা।



নিজ দল নিয়ে কাটিংয়ের বিশ্লেষণ, 'আমি মনে করি, আমাদের দলটা খুবই ভারসাম্যপূর্ণ। বেশিরভাগ ক্রিকেটারের সঙ্গে আজকে প্রথমবার দেখা হলো। তাদের কয়েকজনের বিপক্ষে গত কয়েক বছরে খেলেছি। এখন একই দলে খেলার অভিজ্ঞতা ভালো হবে। আমার মতে, খুব শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল হয়েছে আমাদের। দেশি ও বিদেশি ক্রিকেটারদের দারুণ সমন্বয় রয়েছে। এসব টুর্নামেন্টে এমনটাই চাওয়া থাকে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball