খুলনা টাইগার্সের অধিনায়ক বিজয়

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অমিত-ইমরানুজ্জামানের জুটির সেঞ্চুরিতে অগ্রণীর জয়
২৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হচ্ছে ১৯ জানুয়ারি থেকে। এবারের টুর্নামেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দেবেন লিটন দাস। দলটি এক ফেসবুক পেজে এই বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে এনামুল হক বিজয়কে অধিনায়ক ঘোষণা করেছে খুলনা টাইগার্স। বিপিএলের গত আসরের শুরুতে দলটির নেতৃত্বে ছিলেন ইয়াসির আলী রাব্বি। যদিও মাঝ পথে তাকে সরিয়ে দিয়ে ক্যারিবীয় ওপেনার শাই হোপকে নেতৃত্ব দিয়েছিল তারা। এবার তারা বিজয়কে অধিনায়কত্ব দিয়ে নিশ্চিন্ত হতে চাইবে ফ্র্যাঞ্চাইজিটি।
বিজয় ছাড়াও খুলনার অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে ছিলেন আফিফ হোসেন ধ্রুব ও আকবর আলী। তবে তাদেরকে টপকে অধিনায়ক হয়েছেন বিজয়ই। এদিকে বিপিএলের গত দুই আসরে কুমিল্লাকে টানা দুই শিরোপা এনে দিয়েছেন ইমরুল কায়েস। এই টপ অর্ডার ব্যাটার এবার দলে থাকলেও অধিনায়কত্ব থেকে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।