বসুন্ধরায় হতে যাচ্ছে ডিপিএল ও নারী ক্রিকেট, ভাবনায় আন্তর্জাতিক ক্রিকেটও

ছবি: রংপুর রাইডার্স

|| ডেস্ক রিপোর্ট ||
অমিত-ইমরানুজ্জামানের জুটির সেঞ্চুরিতে অগ্রণীর জয়
৪২ মিনিট আগে
ঘরোয়া ক্রিকেটকে আরও গতিশীল করতে কয়েক বছর ধরেই ঢাকার আশেপাশে মাঠ খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠ বানানোর জন্য ঢাকার অদূরে বেশ কিছু জমিও পরিদর্শন করেছেন বিসিবির কর্মকর্তারা। এখন পর্যন্ত মাঠ খুঁজে না পেলেও বিসিবিকে সহায়তা করতে এগিয়ে এসেছে বসুন্ধরা গ্রুপ। ডিপিএল ও নারী ক্রিকেট আয়োজনের জন্য বিসিবির সঙ্গে আলোচনা করছে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের মালিক ইশতিয়াক সাদিক।
কয়েক বছর ধরে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) গ্রাউন্ড ১, ২ এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হয়ে আসছে ডিপিএল। পর্যাপ্ত মাঠের অভাবে প্রতি রাউন্ডের খেলা হয় দুদিনে। ১২ দলের এই টুর্নামেন্টে প্রথম দিনে ৩ ম্যাচ এবং পরেরদিন হয় বাকি তিন ম্যাচ। এভাবেই শেষ হয় প্রতিটি রাউন্ডের খেলা।

যার ফলে ১২টি রাউন্ড এবং সুপার লিগের শেষ হতে অনেকটা সময় লাগে। সেখানে ভিন্নতা আনার চেষ্টা করছে বিসিবি। আগামী দুই-এক বছরের মাঝে একদিনেই শেষ হতে পারে এক রাউন্ডের খেলা। তাতে অবশ্য প্রয়োজন হবে ছয়টি ভেন্যু। মিরপুর, বিকেএসপি, ফতুল্লার সঙ্গে যুক্ত হতে পারে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠও। গুঞ্জন আছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা পিকেএসপিকেও ভেন্যু হিসেবে বাছাই করতে পারে বিসিবি।
কলকাতার নতুন সহকারী কোচ গিবসন
৮ মার্চ ২৫
এদিকে ডিপিএলের পাশাপাশি নারীদের আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের কথাও ভাবছে বসুন্ধরা কতৃপক্ষ। ড্রেসিং রুমের কাজ শেষ হলে দ্রুতই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেসে ছেলেদের ডিপিএল এবং মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট দেখা যাবে বলে জানিয়েছেন ইশতিয়াক সাদিক।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা জিনিস আগেই জানিয়ে রাখি ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে এই মাঠেরও ড্রেসিং রুম সব শেষ হয়ে গেলে সামনের দিনগুলোতে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, হয়ত বা মেয়েদের কিছু আন্তর্জাতিক ম্যাচ আপনারা এখানে দেখতে পারবেন ইনশাআল্লাহ।’
শুধু ছেলেদের ঘরোয়া ক্রিকেট নয় আন্তর্জাতিক ও বিপিএলও ভাবনায় আছে তাদের। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের পাশে বড় একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে তারা। যার কাজ শেষ হবে ২০২৫ সালের শেষ নাগাদ। এরপর বিসিবি চাইলে সেখানে বিপিএল এবং আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে পারবে বলে জানিয়েছেন রংপুরের মালিক।
ইশতিয়াক সাদিক বলেন, ‘আমি বিশ্বাস করি আমাদের যে মূল ক্রিকেট স্টেডিয়াম ২০২৫ সালের শেষ নাগাদ হয়ে যাবে। তখন ক্রিকেট বোর্ড যদি চায় অবশ্যই সেখানে বিপিএল কিংবা আন্তর্জাতিক যেকোনো ম্যাচ অনুষ্ঠিত হবে।’