promotional_ad

চাপ নিতে চান না সাকিব, রংপুরের অধিনায়ক সোহান

রংপুর রাইডার্স
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘আমরা ভালো বল করেছি, আপনারা ক্রেডিট দিতে চান না’

২৮ এপ্রিল ২৫
ফিল্ডিংয়ের সময় তাইজুল ইসলাম, ক্রিকফ্রেঞ্জি

সাকিব আল হাসান নাকি নুরুল হাসান সোহান! কে হবে রংপুর রাইডার্সের অধিনায়ক? গত কয়েকদিন ধরে ঘুরতে থাকা এই প্রশ্নের ‍উত্তর মিলেছে অবশেষে। সাকিব রংপুরের ভাবনায় থাকলেও নেতৃত্বের চাপ নিতে চান না তিনি। তারকা এই অলরাউন্ডারের এমন চাওয়ায় সোহানকে অধিনায়ক করেছে রংপুর। বিষয়টি নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক ইশতিয়াক সাদিক।


বিপিএলের সবশেষ মৌসুমে রংপুরের অধিনায়ক ছিলেন সোহান। বাংলাদেশের এই ক্রিকেটারের অধীনে সেবার ফাইনালও খেলে তারা। ডিপিএলে বসুন্ধরার শেখ জামাল ধানমন্ডি ক্লাবেরও অধিনায়ক তিনি। যার ফলে রংপুরের অধিনায়ক হিসেবে মালিকপক্ষের পছন্দ সোহান। তবে ড্রাফটের আগে সাকিব রংপুরের ডেরায় যোগ দেয়ায় নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়।


promotional_ad

সবশেষ আসরে ফরচুন বরিশালের হয়ে খেলা সাকিব, অধিনায়কও ছিলেন দলটির। তবে রংপুরের হয়ে নেতৃত্বভার নিতে চান না তিনি। নিজের ব্যস্ততার সঙ্গে চাপ মুক্ত হয়ে খেলতে চাওয়ার কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। যে কারণে সোহানের কাঁধে নেতৃত্ব তুলে দিয়েছে রংপুর।


আরো পড়ুন

হোয়াইটওয়াশই লক্ষ্য সোহান-অঙ্কনদের

৯ মে ২৫
বিসিবি

এ প্রসঙ্গে ইশতিয়াক সাদিক বলেন, ‘প্রাথমিকভাবে তো আমরা সাকিব আল হাসানের কথা ভেবেছিলাম। সাকিবই আমাদের বলেছে যে ও অধিনায়কত্বের চাপ নিতে চায় না। আমরা ঘোষণা করছি নুরুল হাসান সোহান আমাদের অধিনায়ক।’


বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। স্নায়ুর চাপের কারণে চোখের রেটিনার সমস্যা হচ্ছিল তার। যে কারণে ঠিকঠাক ব্যাটিং করতে পারছিলেন তিনি। রংপুরের অনুশীলনে চশমা পড়েও ব্যাটিং করতে দেখা গেছে তারকা এই অলরাউন্ডারকে। দেশে চক্ষু বিশেষজ্ঞদের দেখালেও শেষ পর্যন্ত লন্ডনে যেতে হয়েছে তাকে। সেখানে এনজিওগ্রাম করিয়ে অভিন্ন কিছু পাওয়া যায়নি।


ঠিকঠাক বিশ্রাম নিলে এবং চাপ মুক্ত জীবনযাপন করলে ঠিক হয়ে যাবে বলে জানা গেছে। চিকিৎসা শেষে ১৮ জানুয়ারি দেশে ফিরবেন তিনি। সাকিবের চোখের সমস্যা নিয়ে ইশতিয়াক সাদিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যে আপডেট ছিল, লন্ডনেও এনজিওগ্রাম করিয়েছে একই রিপোর্টই পাওয়া গেছে। আজকে একটা দ্বিতীয় মতামত নিচ্ছে। আশা করি বড় কোনো পরির্বতন হবে না। বিশ্রাম, চিন্তা মুক্ত জীবনযাপন করতে হবে। ১৮ তারিখ ঢাকায় পৌঁছাবে ইনশাআল্লাহ।’


১৮ তারিখ দেশে ফিরে রংপুরের প্রথম ম্যাচে খেলবেন সাকিব। যেখানে ২০ জানুয়ারি তাদের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। প্রথম ম্যাচে সাকিবকে পাওয়া নিয়ে ইশতিয়াক সাদিক বলেন, ‘জ্বী, অবশ্যই পাচ্ছি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball