তামিম ভাই চাচ্ছে আমি অধিনায়কত্ব করি: মিরাজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে তামিম ইকবালকে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। ধারণা করা হচ্ছিল তাকেই অধিনায়ক করবে ফ্র্যাঞ্চাইজিটি। যদিও গুঞ্জন আছে তামিম অধিনায়কত্ব করতে চাচ্ছেন না। ফলে বিকল্প অধিনায়ক খুঁজে নিতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে।
অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে মিরাজের নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে। এই অলরাউন্ডার নিজেই জানিয়েছেন তাকে অধিনায়কত্ব নেয়ার আহ্বান জানিয়েছেন তামিম নিজেই। যদিও সিদ্ধান্তের ভার দলের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়েছেন মিরাজ।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মিরাজ বলেন, 'এটা (অধিনায়কত্ব) এখনও আমি কোনো কিছু জানি না। এটা সম্পূর্ণ দলের মালিকের সিদ্ধান্ত। সে কীভাবে চায়। তামিম ভাই আমাকে বলেছিলেন, 'তুই করলে ভালো হয়।' তিনি চাইছেন যেন আমিই করি। তারপরও এটা দলের মালিকের সিদ্ধান্ত।'
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
মিরাজ আশাবাদী পরিকল্পনা করেই অধিনায়ক ঘোষণা করবে তাদের ফ্র্যাঞ্চাইজিটি। অনেক সময় আগে থেকেই অধিনায়কত্বের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে। তবে ফ্র্যাঞ্চাইজিরা একটু দেরি করে অধিনায়ক ঘোষণা করে। তবে তাদের ব্যাপারটি একটু ভিন্ন।
মিরাজের ভাষ্য, 'এটা (অধিনায়ক ঘোষণায় দেরি) সত্যি কথা বলতে, এটা দলের মালিকরাই বলতে পারবে যে তাদের কীভাবে পরিকল্পনা, তারা কীভাবে চায়। আবার হতে পারে, এটা আগে থেকেই সিদ্ধান্ত হয়ে যায়। তবে বাইরে পরে জানায়। এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, ম্যানেজমেন্টের ব্যাপার। আমি জানি না, বলতেও পারছি না।'
বিপিএলে এবার বরিশালের হয়ে খেলার সম্ভাবনা আছেন গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলারের মতো ক্রিকেটারের। মিরাজও আশাবাদী তারা দলের সঙ্গে যোগ দেবেন। এই ব্যাপারে কথা হচ্ছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশি এই অলরাউন্ডার।
তিনি বলেন, 'এটা তো তারা (ম্যাক্সওয়েল ও মিলার) কথা বলেছে। তারা ফ্রি থাকলে, খেলার জন্য এভেইলেবল থাকলে, আমাদের দলে খেলার সুযোগ থাকলে খেলতে পারবে। কথা বলেছে। যেহেতু সব জায়গায় খেলা আছে। অনেক ক্রিকেটারকে এভেইলেবল পাওয়া যাবে না। আমাদের যে দলটা গড়া হয়েছিল, অনেক ক্রিকেটারকে অনেক সময় পাবোও না। শুধু আমরা নই, প্রত্যেক দলই পাবে না। এটা যেমন একটা সুবিধা, তেমনি একটা অসুবিধাও দলের জন্য। তো দেখা যাক, কী হয়।'