মিরাজের চাওয়া ভিন্ন সময়ে বিপিএল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘সে ভীষণ বিপজ্জনক’, বুমরাহর স্ত্রীকে মিরাজ
২০ ফেব্রুয়ারি ২৫
বিগ ব্যাশ ও পিএসএলের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (পিএসএল) সূচির সংঘর্ষ ছিল আগে থেকেই। বছর দুয়েক ধরে যুক্ত হয়েছে সাউথ আফ্রিকার এসএ২০ এবং সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি। পাঁচটি লিগের সূচির সংঘর্ষ হওয়ায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পেতে বেগ পেতে হয় বিপিএলের। যা নিয়ে ফ্র্যাঞ্চাইজি কিংবা সমর্থকরা প্রায়শই আক্ষেপ করে থাকেন।
অনেকের চাওয়া ভালো মানের বিদেশি ক্রিকেটার পেতে যেন ভিন্ন সময়ে আয়োজন করা হয় বাংলাদেশের এই জনপ্রিয় টুর্নামেন্ট। এবার তাতে সায় দিলেন মেহেদী হাসান মিরাজও। ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে যাওয়া এই ক্রিকেটারও মনে করেন, ভিন্ন সময়ে লিগ হলে আরও অনেক খেলোয়াড় পাওয়া যাবে।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে মিরাজ বলেন, ‘যারা বিপিএল করছে তারা যদি এসব বিষয় নিয়ে চিন্তা করে যে একটা টাইমে হয়তো ওয়ার্ল্ডে ছয়টা লিগ চলছে, যখন তিনটা লিগ থাকবে ওই সময়ে যদি আমাদের বিপিএল হয় তখন হয়তো আমাদের অনেক খেলোয়াড় অ্যাভেইঅ্যাবল হবে।’
এমন বিপিএলে বিদেশিরা কেউ বিনিয়োগ করবে না: মিজানুর
১১ ফেব্রুয়ারি ২৫
ভিন্ন সময়ে বিপিএল আয়োজনের জন্য টুর্নামেন্ট কমিটিকে আলোচনা করার আহ্বান জানিয়েছেন মিরাজ। সেটা বিপিএলের জন্য ভালো হবে বলে মনে করেন তিনি। মিরাজ বলেন, ‘তারা (বিপিএল কর্তৃপক্ষ) যদি বসে আলোচনা করে, টুর্নামেন্ট কমিটি আছে তারা বসে আলোচনা করে তাহলে অবশ্যই ভালো হবে।’
সবশেষ কয়েক বছরে ধারাবাহিকভাবে বেড়েছে খেলার পরিমাণ। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলে পুরো বছরই ব্যস্ত থাকতে হয় ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে প্রায় গোটা দশেক লিগ থাকায় চাপ বাড়ছে তাদের উপর। মিরাজও বুঝতে পারছেন বিসিবি আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মিলিয়ে বিপিএলের সূচি চূড়ান্ত করা হয়েছে।
মিরাজ বলেন, ‘আপনি দেখেন বিশ্বে এখন এতো বেশি টুর্নামেন্ট হচ্ছে, এতো বেশি খেলা হচ্ছে আপনার হয়তো আন্তর্জাতিক খেলাটাও অনেক বেশি। আমাদের হয়তো আন্তর্জাতিক খেলার সঙ্গে সূচি মিলিয়ে এই বিপিএলটা সেট করা হয়। সে জন্য হয়তো এইভাবে চিন্তা ভাবনা করছে।’