সিলেটে খেলে অনেকেই জিরো থেকে হিরো হয়েছে: রাজিন সালেহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও
২৬ ফেব্রুয়ারি ২৫
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আর মাত্র ৩ দিন বাকি। এরই মধ্যে ঢাকায় আসতে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। প্রতিটি দলই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে। ব্যতিক্রম নয় সিলেটও। যদিও দলের সঙ্গে এখনও যোগ দেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
তিনি বিপিএলের শুরুতে খেলতে পারবেন কিনা তা নিয়েও রয়েছে শঙ্কা। কদিন আগেই তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তবুও তাকে অধিনায়ক ধরে নিয়েই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে সিলেট। দলটির প্রধান কোচ রাজিন সালেহ জানিয়েছেন ২-১ দিনের মধ্যেই তারা সহ-অধিনায়ক নিয়েও সিদ্ধান্ত নেবেন।

এ প্রসঙ্গে রাজিন বলেন, 'এখনও পর্যন্ত আমাদের অধিনায়ক মাশরাফিকেই ধরে রেখেছি। সহ-অধিনায়কের ব্যাপারটা নিয়ে আমরা এখনও সিদ্ধান্ত নেয়নি। কালকের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে নেব। বিদেশি প্লেয়ার যারা আছেন তারা কালকে অনুশীলনে যোগ দেবেন??? রাতের মধ্যে বেশ কয়েকজন প্লেয়ার আসবে। দুজন প্লেয়ার আমাদের ম্যাচের দিন আসবে।'
বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব
৩১ জানুয়ারি ২৫
সিলেটের হয়ে খেলেই গত বিপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন তাওহীদ হৃদয়। দলটির হয়ে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছিলেন তিনি। টুর্নামেন্ট জুড়ে ৩৬.৪৬ গড় এবং ১৪০.৪২ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন হৃদয়। টুর্নামেন্টে তার ঝুলিতে ছিল ৫টি হাফ সেঞ্চুরি।
এ ছাড়া গত বিপিএলেই ধারাবাহিকতা খুঁজে পেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর থেকেই জাতীয় দলেও রানের ফোয়ারা বইয়ে দিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের অধিনায়কত্বও পেয়েছেন তিনি। রাজিন মনে করেন এমন অনেক ক্রিকেটারই আছেন যারা সিলেটের হয়ে খেলে জিরো থেকে হিরো হয়েছেন।
হৃদয় এবার সিলেট থেকে পাড়ি জমিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে। তার শূন্যতা পূরণ করতে হবে ইয়াসির আলী রাব্বিকে। রাজিনের বিশ্বাস ইয়াসির-মিঠুন আলীদেরও সামর্থ্য আছে বিপিএলে আলো ছড়িয়ে জাতীয় দলে ফেরারও সম্ভাবনা আছে তাদের।
সিলেটের এই কোচ বলেন, 'সিলেট দলে যারা খেলেছে অনেক প্লেয়ার ছিল যারা জিরো থেকে হিরো হয়েছে। তাওহীদ হৃদয় হিরো হয়ে বাংলাদেশ দলে গিয়েছে। আমাদের শান্ত ধারাবাহিক পারফরম্যান্স করছে। সে বাংলাদেশের অধিনায়ক হয়েছে। আমাদের কিছু জাতীয় দলের ক্রিকেটার আছে। ইয়াসির রাব্বি আছে, মিঠুন আলী আছে। আমাদের আশা থাকবে তারাও কামব্যাক করবে। বাংলাদেশ দলকেও প্রতিনিধিত্ব করবে।'