‘সাউথ আফ্রিকায় শামিকে মিস করছে ভারত’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের ২০-৩০ রানের কমতি ছিল, দাবি কার্তিকের
২১ ফেব্রুয়ারি ২৫
ইনজুরিতে পড়ার আগপর্যন্ত সাম্প্রতিক সময়ে অসাধারণ ফর্মে ছিলেন মোহাম্মদ শামি। বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন এই পেসার। সাউথ আফ্রিকায় তাকে ছাড়াই খেলছে ভারত। আর দলটিতে তার অভাবই সবচেয়ে বেশি বোধ করছেন দীনেশ কার্তিক।
সেঞ্চুরিয়নে লোকেশ রাহুলের সেঞ্চুরিতে ভারতের গড়া ২৪৫ রানের জবাবে ব্যাটিং করছে প্রোটিয়ারা। দ্বিতীয় দিন শেষে পাঁচ উইকেটে ২৫৬ রান করেছে দলটি ১৪০ রানের অনবদ্য এক সেঞ্চুরি হাঁকিয়ে উইকেটে আছেন ডিন এলগার।

ভারতের হয়ে জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। প্রসিধ কৃষ্ণা নিয়েছেন একটি উইকেট। অভিষিক্ত এই পেসার ১৫ ওভারে খরচা করেছেন ৬১ রান। এদিকে উইকেটশূন্য থাকা শার্দুল ঠাকুর ১২ ওভারে দিয়েছেন ৫৭ রান।
‘বাড়তি সুবিধা পাচ্ছি’, ভেন্যু বিতর্ক নিয়ে শামি
৬ মার্চ ২৫
সাউথ আফ্রিকার মাটিতে তাদের বোলিংয়ের লাইন-লেংথ পছন্দ হয়নি কার্তিকের। এ কারণেই ভারতের টেস্ট দলে শামির অভাব বোধ করছেন তিনি। তার মতে বুমরাহর পাশে শামি থাকলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।
কার্তিক বলেন, 'এই মানুষটা (শামি) বোলার হিসেবে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। সে বোলারদের নেতাও বটে জসপ্রীত বুমরাহর পাশে সে একজন লেফটেন্যান্টের মতোই। এই ধরনের উইকেটে আপনি তার আপরাইট সিম অনুমান করতে পারেন। আমি প্রতিজ্ঞা করেই বলতে পারি, সে এখানে কয়েকটি উইকেট অবশ্যই নিত। ভারতীয় দল তাকে অনুভব করছে।'
'শার্দুল ঠাকুর আর প্রসিধ কৃষ্ণা ২৭ ওভারে ১১৮ রানের বেশি দিয়েছে। আরেকদিকে জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ ৩১ ওভারে ১১১ রান দিয়েছে। সিরাজ বেশ খরুচে ছিল। বিশেষ করে শেষ দিকের ওভারগুলোতে। আবার ভালো বলও তারা করেছে। আপনি তাদের (সিরাজ-বুমরাহ) যতবারই দেখেছেন আপনার মনে হয়েছে তারা ১-২টি উইকেট নিতে পারে। এদিকে শার্দুল বা প্রসিধ- এদের ক্ষেত্রে ব্যাটারদের ভুল করার অপেক্ষায় থাকতে হয়।'