বিসিএল ওয়ানডেতে রাব্বি-শিবলীরা, বছরের শুরুতেই বিশ্বকাপ ক্যাম্প

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সদ্য সমাপ্ত যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে সোমবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ক্রিকেটাররা। মিরপুরের হোম অব ক্রিকেটে এশিয়া কাপ জয়ী ক্রিকেটারদের বরণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে নৈশভোজ রয়েছে যুবাদের এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া ক্রিকেটারদের।
এদিকে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা যুব ক্রিকেটারদের সামনে রয়েছে কঠিন পরীক্ষা। কারণ মাসখানেক পরই সাউথ আফ্রিকায় বসতে যাচ্ছে যুব বিশ্বকাপের আসর। তাই ক্রিকেটারদের নিয়ে এখন আরও বেশী সিরিয়াস বিসিবি। তাই রয়েসয়ে সময় কাটানোর ফুরসত পাবেন না যুব দলের ক্রিকেটাররা।

ক্রিকেট বোর্ড চাইছে ক্রিকেটারদের খেলার মধ্যে রাখতে। তাই আসন্ন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ওয়ানডে সংস্করণে খেলবেন মাহফুজুর রহমান রাব্বি-আশিকুর রহমান শিবলীরা। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগ।
বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ছন্দ ধরে রাখতেই বিসিএল খেলানো হচ্ছে। বিসিএলের পর পরই পহেলা জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প। এ ছাড়া সাউথ আফ্রিকায় বিশ্বকাপের আগে সেখানে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও খেলার কথা ভাবছে বিসিবি।
গেম ডেভলপমেন্ট বিভাগ জানায়, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে ছন্দে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি সময় নেই, এ জন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে। বিশ্বকাপের আগে সাউথ আফ্রিকায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজও আয়োজন করা হতে পারে। এই বিষয় নিয়ে আলোচনা চলছে।’
রাব্বি-শিবলীরা বিসিএলে অংশ নিলেও যুব দলের পেস বোলারদের দেওয়া হয়েছে বিশ্রাম। তাদেরকে রাখা হচ্ছে না বিসিএলে দলে। ২৪ ডিসেম্বর থেকে কক্সবাজারে শুরু হবে ওয়ানডে সংস্করণ। ৩০ ডিসেম্বর মিরপুরে হবে ফাইনাল।
বিসিএল শেষ হওয়ার ১ দিন বাদেই বিশ্বকাপের ক্যাম্পে শুরু হবে যুবাদের। প্রায় সপ্তাহখানেক ক্যাম্পের পর দল উড়াল দেবে সাউথ আফ্রিকায়। ১৯ তারিখ বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত সাউথ আফ্রিকায় হবে কন্ডিশনিং ক্যাম্প। সে সময়েই ওয়ানডে সিরিজ আয়োজনের কথা ভাবছে বিসিবি।