‘সমাধান পেলে আমাকে জানাবেন, আমি ওদের জানাব’

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর অবসর
১১ ঘন্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে উইকেটে থিতু হওয়ার পরও প্যাভিলিয়নে ফিরে এসেছেন বেশ কয়েকজন ব্যাটার। বড় রান করার সুযোগ থাকলেও ইনিংস লম্বা করতে পারেননি অনেকেই। ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার ব্যাপারে হতাশ চন্ডিকা হাথুরুসিংহে। এবার গণমাধ্যমের কাছেই জানতে চাইলেন এর সমাধান।
ডানেডিনের সেই ম্যাচে ৩৯ বলে ৪৩ রান করে ফিরে গেছেন এনামুল হক বিজয়। তার বিদায়ে ৮০ রানের মধ্যে তিন উইকেট হারায় বাংলাদেশ। পরে ২৪৫ রানের লক্ষ্য তাড়ায় চাপে পড়ে আর কিছুই করতে পারেনি বাংলাদেশ।

ম্যাচ শেষে বিজয় আফসোস করে জানিয়েছিলেন, ম্যাচ শেষ করে আসতে না পারায় নিজেকে অপরাধী মনে হচ্ছে তার। এ ছাড়া তাওহীদ হৃদয় ২৭ বলে ৩৩ এবং আফিফ হোসেন ২৮ বলে ৩৮ রান করেছিলেন।
কিন্তু এই দুজনও ফিরে গেছেন রান রেটের নিচে চাপা পড়ে। শেষদিকে মেহেদী হাসান মিরাজের ২১ বলে অপরাজিত ২৮ রানের ইনিংসটি আফসোস বাড়িয়েছে বহুগুণে। কেননা বিজয়, আফিফ বা হৃদয়ের মধ্যে যে কেউ ইনিংস একটু বড় করতে পারলেই পাল্টে যেতে পারত দৃশ্যপট।
ব্যাটারদের ইনিংস বড় করতে না পারার আফসোস আছে টাইগারদের হেড কোচেরও, 'ওদের বড় স্কোর না করতে পারাটা দুশ্চিন্তার বিষয়। আপনি যদি সমাধান পান আমাকে জানাবেন আমি ওদের জানাব।'
ডানেডিনের ম্যাচটি বৃষ্টি আইনে ৪৪ রানে হেরেছে বাংলাদেশ। একইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে আগামীকাল, ভেন্যু নেলসন।