নিউজিল্যান্ডে বাংলাদেশের ওয়ানডে ইতিহাস বদলাতে চান শান্ত

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য মাউন্ট মঙ্গানুই টেস্টে জয়। কিন্তু লাল বলে কিউইদের দেশে ইতিহাসের পাতায় নাম লেখালেও, ৫০ ওভারের ক্রিকেটে সেখানে বাংলাদেশের অর্জনের খাতা একদমই খালি। তবে অর্জনের সেই খালি খাতায় সাফল্যের গল্প লিখতে চান নাজমুল হোসেন শান্ত।
নিউজিল্যান্ডের মাটিতে এর আগে ১৫ ওয়ানডে'র সবকটিতেই হেরেছে বাংলাদেশ। ২০০৭/০৮ মৌসুম হতে এখন অব্দি সব সিরিজেই হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হয়েছে লাল-সবুজের দলকে। তবে এবার ভিন্ন কিছুর প্রত্যাশায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ, বিশ্বাস শান্তর।

১৭ ডিসেম্বর ডানেডিনে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মূল ম্যাচে নামার আগে অবশ্য সেখানকার কন্ডিশনকে অজুহাত হিসেবে দেখতে নারাজ শান্ত। বাংলাদেশের অধিনায়কের ভাষ্যমতে, কিউইদের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা আছে দলের অনেকেরই।
শান্ত বলেন, 'কন্ডিশন তো একটু ঠাণ্ডা, তবে এই অজুহাত আমরা কেউই দিতে চাই না। এর আগেও এখানে আমরা এসেছি। আমাদের ধারণা আছে। আশা করছি খুব বেশী সমস্যা হবে না।'
নিউজিল্যান্ডে ইতিহাস বদলানোর প্রসঙ্গে শান্ত বলেন, 'এর আগে বাংলাদেশের কোন টিম ভালো ফলাফল করতে পারেনি নিউজিল্যান্ডে, কোন না কোন একটা গ্রুপকে তো করতে হবে। আমাদের এই গ্রুপের সেই সামর্থ্য আছে, সবাই বিশ্বাস করে এবার ভালো কিছু হবে ইন শা আল্লাহ।'
ডানেডিনে এখন পর্যন্ত কোন ফরম্যাটে ম্যাচ হারেনি নিউজিল্যান্ড। সিরিজের প্রথম ওয়ানডে এই মাঠে হলেও প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানিয়েই মাঠে নামতে চাইছে বাংলাদেশ। শান্তর বিশ্বাস, ক্রিকেটে পরিসংখ্যান যে কোনো দিনই বদলে যেতে পারে।
শান্ত আরও বলেন, 'আমার মনে হয় না খেলোয়াড়রা এই বিষয়ে জানে। আমিও ব্যক্তিগতভাবে জানি না যে নিউজিল্যান্ড হারে নাই কখনও। অবশ্যই তো ওদের বিপক্ষে চ্যালেঞ্জিং। অস্বীকার করার কিছু নেই, হারে নাই যে কোনোদিন হারবে না এমনও না। এই গ্রুপের সেই সামর্থ্য আছে।'