উইকেটে ‘টিকে থাকা’র চেষ্টাতেই ব্যাটিংয়ে সফল রিশাদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশের ২৯ ক্রিকেটার কেউ
১৮ ঘন্টা আগে
রিশাদ হোসেনের অসাধারণ ব্যাটিংয়ে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। দারুণ এক হাফ সেঞ্চুরির পাশাপাশি বল হাতে তিনটি উইকেটও নিয়েছেন এই লেগ স্পিনার। ম্যাচ শেষে জানিয়েছেন, উইকেটে 'টিকে থাকা'ই মূল লক্ষ্য ছিল তার।
সাত নম্বরে নামা রিশাদ ৫৩ বলে খেলেন ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস যা সাজানো ছিল ১১টি চার ও চারটি ছক্কায়। তার এমন ইনিংসে স্কোর বোর্ডে ৩৩৪ রান তোলে বাংলাদেশ। রিশাদের সঙ্গে এ দিন হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার এবং লিটন দাস।

ম্যাচ শেষে রিশাদ বলেন, 'প্রথমত ঠান্ডা কন্ডিশন, আমরা দুই-তিন দিন আগে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। প্রস্তুতি ম্যাচ যখন শুরু করেছি তখন চিন্তা ছিল যে, আবহাওয়া অনেক ঠান্ডা এসব মাথায় ছিল না।'
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৪ ঘন্টা আগে
'চেষ্টা করছি যে, মানিয়ে নেওয়ার জন্য আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বলব যে, অনেকদিন পর দীর্ঘ সময় ব্যাটিং করার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি উইকেটে থেকে রান করার।'
শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও অসাধারণ পারফর্ম করেন রিশাদ। ৫২ রান দিয়ে তিনি শিকার করে নেন তিন উইকেট। দারুণ খেলতে থাকা কিউই ব্যাটারদের ছন্দ ভাঙতে আফিফ হোসেনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনিও।
শেষপর্যন্ত ৪৯.২ ওভারে ৩০৮ রানে থেমে যায় কিউইদের ইনিংস। দলটির অধিনায়ক ভারত পোপলি ৯২ এবং সন্দীপ প্যাটেল করেন ৮৯ রান। বাংলাদেশের হয়ে রিশাদের মতোই তিন উইকেট নেন আফিফ।
রিশাদ আরও বলেন, 'বোলিং প্রসঙ্গে রিশাদ বলেন, 'ঠান্ডা কন্ডিশন তো চেষ্টা করেছি সবসময় নিজেকে গরম রাখার। যখন তখন বোলিং করতে হবে সেটা মাথায় ছিল। সবকিছু মিলিয়ে প্রস্তুত ছিলাম। ঠান্ডার কারণে একটু অস্বস্তি অনুভব হয়েছিল কিন্তু সবকিছু ঠিক আছে।'