নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সঙ্গী আইপিএল, বিগ ব্যাশে কাজ করা অ্যানালিস্ট

ছবি: সংগৃহীত

|| ক্রিকেট করেসপন্ডেন্ট||
দ্য হান্ড্রেডে দল পেলেন না বাংলাদেশের ২৯ ক্রিকেটার কেউ
২ ঘন্টা আগে
তাসমান সাগরের দেশ নিউজিল্যান্ড। সেখানে গিয়ে প্রায়শই পথ হারিয়েছে বাংলাদেশের নৌকা। পথ খুঁজে না পেয়ে বেশিরভাগ সময়ই তালগোল পাঁকিয়ে বসেছেন বাংলাদেশ। ২০২২ সালের মাউন্ট মঙ্গানুই বাদে নিউজিল্যান্ডের মাটিতে সুখস্মৃতি নেই নাজমুল হোসেন শান্তদের। এমন একটি সিরিজে পারফরম্যান্স অ্যানালিষ্ট ছাড়া খেলতে যাওয়া ভয়ানকই বটে। শেষ পর্যন্ত অবশ্য সেটি হতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে বিদেশি কেউ না থাকলেও তাসমান সাগরে যাওয়ার আগে সৈনিক নিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ ছেড়েছেন অ্যালান ডোনাল্ড, রঙ্গনা হেরাথরা। তাদের সঙ্গী ছিলেন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। ২০১৮ সালের জানুয়ারি থেকে প্রায় পাঁচ বছর বাংলাদেশের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন এই ভারতীয়।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আগ্রহের তুঙ্গে থাকা শ্রীনিবাস চুক্তি নবায়ন করেননি বিশ্বকাপের পর। বাংলাদেশের সঙ্গে বছর পাঁচেক কাজ করা এই ভারতীয় চাকরি ছাড়লে তার রেখে যাওয়া জায়গায় অন্তর্বর্তীকালীন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যোগ দিচ্ছেন মহসিন শেখ পারভেজ। নিউজিল্যান্ডে সফরে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের জন্য চাকরি পেয়েছেন তিনি।

আপাতত নিউজিল্যান্ড সফরের দায়িত্ব পেলেও তাকে দুই বছরের জন্য রেখে দিতে চায় বিসিবি। ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মহসিনকে নিউজিল্যান্ড সিরিজের আপাতত নিয়োগ দিয়েছি। তার কাজ দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে। আমরা যাকেই নিয়োগ দেব, তার সঙ্গে চুক্তি হবে দুই বছরের।’
পাকিস্তানে জন্ম নেয়া মহসিন বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক। ২০০৩-০৪ সালে পাকিস্তানের ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে যুব দলের সঙ্গে কাজ করেছিলেন মহসিন। সেই সময় সালমান বাটের মতো ক্রিকেটারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও আছে তার। পাকিস্তানের চাকরি ছাড়ার পর অস্ট্রেলিয়া চলে যান তিনি। সেখানে স্থায়ীভাবে বসবাসও করতে থাকেন পাকিস্তানি বংশোদ্ভূত এই পারফরম্যান্স অ্যানালিস্ট।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কাজ করে জনপ্রিয়তা পেতে থাকেন মহসিন। গ্রেগ চ্যাপেল অস্ট্রেলিয়া যুব দলের কোচ থাকাকালীন তার সহকারী ছিলেন তিনি। নিউ সাউথ ওয়েলসের হয়ে কাজ করা মোহসিন পারফরম্যান্স অ্যানালিস্ট ছিলেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট, সিডনি সিক্সার্স এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সেরও। এ ছাড়া আরও বেশ কয়েকটি রাষ্ট্র দলের কাজ করেছেন তিনি।
অস্ট্রেলিয়ার পাশাপাশি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে মহসিনের। ২০০৮ সালে আইপিএলের দল রাজস্থান রয়্যালসের পারফরম্যান্স অ্যানালিস্ট ছিলেন তিনি। সেই সময় রাজস্থানের জার্সিতে খেলেছেন শেন ওয়াটসন, ইউসুফ পাঠান, জাস্টিন ল্যাঙ্গার, মোহাম্মদ কাইফ. গ্রায়েম স্মিথের মতো ক্রিকেটাররা।
আইপিএলের পাশাপাশি পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং টি-টেন লিগে কাজ করেছেন মহসিন। পিএসএলে লাহোর কালান্দার্স, করাচি কিংস, বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং টি-টেন পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন বাংলা টাইগার্সের সঙ্গে। সবশেষ বিশ্বকাপে মহসিন ছিলেন আফগানিস্তান জাতীয় দলের পারফরম্যান্স অ্যানালিস্ট।