promotional_ad

ওয়েস্ট ইন্ডিজের চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন হোল্ডার-পুরান-মেয়ার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান

১১ ফেব্রুয়ারি ২৫
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে জোমেল ওয়ারিক্যান, পিসিবি

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি ফিরিয়ে দেয়াটা ক্রিকেটে নতুন কিছু নয়। এবার ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দেশটির সাবেক দুই অধিনায়ক জেসন হোল্ডার এবং নিকোলাস পুরান। তাদের পাশাপাশি অলরাউন্ডার কাইল মেয়ার্সও কেন্দ্রীয় চুক্তিতে নেই।


২০২৩-২৪ মৌসুমের পুরুষ ও নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। পুরুষদের চুক্তির তালিকায় নতুন এসেছেন মোট চার ক্রিকেটার। তারা হলেন অ্যালিক আথানাজে, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল এবং গুড়াকেশ মোতি।


এক বিবৃতিতে সিডব্লুআই জানায় হোল্ডার, পুরান এবং মায়ার্স কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও এ সময়ের মধ্যে হতে যাওয়া সকল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাদের বিবেচনা করবে নির্বাচকরা। এ তিন ক্রিকেটারের কেউই অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ছিলেন না।



promotional_ad

যদিও ১৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের দলে আছেন এদের প্রত্যেকেই। সিডব্লুআইয়ের বিবৃতিতে অবশ্য অন্য দুই সংস্করণে তাদের খেলার ব্যাপারে কিছুই বলা হয়নি। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এমন চিত্র অবশ্য নতুন নয়।


আরো পড়ুন

হোল্ডারের কাছ থেকে এমন বোলিং আশা করিনি: মিরাজ

৫ ফেব্রুয়ারি ২৫
চিটাগংয়ের বিপক্ষে ম্যাচের সময় মিরাজ, ক্রিকফ্রেঞ্জি

২০১০ সালেও ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোরা কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে বিশ্বব্যাপি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এবারের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নিয়ে বেশ সন্তুষ্ট ক্যারিবিয়ানদের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স।


তিনি বলেন, ‘তিন সংস্করণেই ব্যস্ততাময় এক বছরের ক্রিকেটের আগে আমরা দুজন প্রধান কোচের সঙ্গে কয়েকবার বিস্তারিত আলোচনা করেছি। জানতে চেয়েছি তাঁরা কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চান, সে ব্যাপারে। আমরা কোন পথে এগোতে চাই, সে ব্যাপারে আমরা স্বচ্ছ। যাদের কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে, তাদের এখানে পাওয়ার প্রত্যাশা করছি।'


২০২৩-২৪ সালের ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তি-



অ্যালিক আথানাজে, ক্রেইগ ব্র্যাথওয়েট, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, শাই হোপ, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, কিমার রোচ, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড


বাদ: জেরমাইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাকয়, নিকোলাস পুরান, ওডিন স্মিথ ও হেইডেন ওয়ালশ জুনিয়র।


নতুন: অ্যালিক আথানাজে, কেসি কার্টি, ত্যাগনারায়ণ চন্দরপল ও গুড়াকেশ মোতি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball