promotional_ad

ঝুঁকিপূর্ণ পিচের কারণে বিগব্যাশের ম্যাচ পরিত্যক্ত

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ

১১ মার্চ ২৫
মেলবোর্নে গোলাপি বলে হবে টেস্ট ক্রিকেটের দেড়শ বছর পূর্তির ম্যাচ, ফাইল ফটো

নির্ধারিত সময়েই মাঠে গড়িয়েছিল মেলবোর্ন রেনেগেডস বনাম পার্থ স্কোর্চার্সের মধ্যকার ম্যাচটি। তবে ৬.৫ ওভার খেলা হওয়ার পরই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা। তাও আবার পিচ খেলার অনুপযুক্ত হওয়ার কারণে।


আগের রাতেই প্রচুর বৃষ্টিপাতের কবলে পড়েছিল কার্দিনিয়া পার্ক। ফলে ঢেকে রাখা হয়েছিল ম্যাচের উইকেট। তবে তবুও বৃষ্টির পানি থেকে রক্ষা করা যায়নি। এর ফলে ম্যাচ শুরু হলেও হতাশ হয়েই ফিরতে হয়েছে দুই দলকে। টসের সময়ই দুই অধিনায়ক ম্যাচের উইকেট নিয়ে অবগত ছিলেন।



promotional_ad

পিচ নিয়ে হতাশা প্রকাশ করতে দেখা যায় রেনেগেডস অধিনায়ক নিক ম্যাডিনসনকে। তিনি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। খেলা শুরু করার পর স্কোর্চার্সের ব্যাটাররা অস্বস্তিকর বাউন্সের সম্মুখীন হন। এতো বাউন্স অবাক করেছে রেনেগেডসের বোলারদেরও। সপ্তম ওভারে বল করছিলেন উইল সাদারল্যান্ড। তার পঞ্চম ডেলিভারির পরই পিচ নিয়ে আম্পায়ারের কাছে অভিযোগ করেন স্কোর্চার্সের ব্যাটার জস ইংলিস।


এরপরই ম্যাচ বন্ধ করে দেন আম্পায়াররা। তারা পরীক্ষা নিরীক্ষার পর আলোচনা করে সিদ্ধান্ত নেন এমন পিচে ম্যাচ পরিচালনা করা ঝুঁকিপূর্ণ। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। খেলা বন্ধ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করেছিল স্কোর্চার্স। ২৩ বলে ২০ রান করে অপরাজিত ছিলেন অ্যারন হার্ডি আর ৭ বলে ৩ রান নিয়ে ব্যাট করছিলেন ইংলিস। ম্যাচ শেষে পিচ নিয়ে কথা বলেছেন স্কোর্চার্সের অধিনায়ক অ্যাস্টন টার্নার।


তিনি বলেন, ‘এই উইকেট নিয়ে আগে থেকেই ভাবনা ছিল। তবে দুই দলই ভেবেছিল চেষ্টা করা যাক। সৌভাগ্যজনকভাবে কেউ আহত হয়নি।’ ম্যাচ নিয়ে আম্পায়ার ট্রেলোর বলেছেন, ‘শেষ ডেলিভারিটিতে উইকেটের অস্বাভাবিক আচরণ দেখলাম আমরা। আমাদের মনে হয়েছে, এটা বিপজ্জনক হয়ে উঠেছে। যে কারণে খেলা থামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।’



তিনি আরও যোগ করেন, ‘প্রথমে ভালোই মনে হয়েছিল। আর খেলা শুরু না করলে এ ধরনের পরিস্থিতি পুরোপুরি আঁচও করা যায় না। প্রথম কয়েক ওভারের পরও মনে হয়েছে খেলা শেষ করা যাবে। কিন্তু শেষ বলটা দেখে আমাদের বিবেচনায় বিপজ্জনকই মনে হয়েছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball