দ্রাবিড়ের মেয়াদ নিয়ে সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৪ মাসের জন্য ছিটকে গেলেন উড
২৫ মিনিট আগে
অনেক জল্পনা-কল্পনার পর ভারতের হেড কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ বাড়িয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যদিও মেয়াদ ঠিক কতদিন বাড়ানো হয়েছে সেই ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। সংস্থাটির সদস্য সচিব জয় শাহ এমনটা নিশ্চিত করেছেন।
শুধু দ্রাবিড়ই নন, তার পাশাপাশি ভারতের অন্যান্য কোচের মেয়াদও বাড়িয়েছে বিসিসিআই। তবে দ্রাবিড়ের মতো তাদের মেয়াদ কতদিন পর্যন্ত থাকবে, সেটাও সিদ্ধান্ত নেয়ার সুযোগ পায়নি বিসিসিআই।

জয় শাহ বলেন, 'আমরা চুক্তির মেয়াদ বাড়িয়েছি। যদিও আমরা এখনও চুক্তি চূড়ান্ত করিনি। আমরা একেবারেই সময় পাইনি। তারা মাত্রই শেষ করে এসেছে (বিশ্বকাপ)। আমার তাদের সঙ্গে একটি সভাও হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তারাই কোচ থাকছে। তারা সাউথ আফ্রিকা থেকে ফেরার পর আমরা আবারও এটা নিয়ে বসব।'
রবি শাস্ত্রী দায়িত্ব ছাড়ার পর ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের দায়িত্ব নেন দ্রাবিড়। এর আগে বেঙ্গালুরুতে থাকা ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দ্রাবিড়ের অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলেছে ভারত।
সেখানেও অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল তাদের। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও খেলে ভারত। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে তারা শিরোপার লড়াই থেকে ছিটকে গিয়েছিল।
অবশ্য দ্রাবিড়ের অধীনেই এ বছর এশিয়া কাপের শিরোপা জিতেছে তারা। তিন ফরম্যাটে ভারতকে শীর্ষেও তুলেছেন দ্রাবিড়। সবশেষ বিশ্বকাপে এই দ্রাবিড়ের অধীনেই ফাইনালে খেলে ভারত। ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত সাউথ আফ্রিকায় পূর্ণাঙ্গ সিরিজ খেলবে ভারত।