ছিটকে গেলেন আবরার, বদলি সাজিদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ক্রিকেট আইসিইউতে রয়েছে: আফ্রিদি
১১ মার্চ ২৫
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হচ্ছে ১৪ ডিসেম্বর থেকে। এই টেস্টে খেলা হচ্ছে না স্পিনার আবরার আহমেদের। সিরিজ শুরুর আগে প্রাইম মিনিস্টার একাদশের বিপক্ষে মাঠে নেমেছিলেন পাকিস্তানি এই তরুণ স্পিনার।
যদিও ২৭ ওভার বোলিং করে একটি উইকেট নিয়েছিলেন তিনি। এরপর ডান পায়ে ব্যথার কারণে ফিল্ডিং করতে পারেননি তিনি। এরপর পাকিস্তান দলের মেডিক্যাল দল তার পর্যবেক্ষণ করে। দ্রুতই তার এমআরআই করানো হয়। সোমবার আবারও তার পর্যবেক্ষণ করা হবে বলে জানানো হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।

এরপর মেডিক্যাল স্টাফদের অধীনে পুনর্বাসন শুরু হবে আবরারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড সিরিজের শেষ টেস্টে এই স্পিনারকে পেতে আশাবাদী। তবে দ্বিতীয় ম্যাচে তাকে নিশ্চিতভাবে পাওয়া যাবে কিনা তা পরবর্তীতে জানানো হবে বলে নিশ্চিত করেছে পিসিবি।
প্রথম টেস্টে আবরারের বিকল্প ক্রিকেটার হিসেবে অফ স্পিনার সাজিদ খানের নাম প্রস্তাব করেছিলেন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। টিম ম্যানেজমেন্টের সবুজ সঙ্কেত পাওয়ার পর তাকে দলে নেয়া হয়েছে। যদিও ভ্রমণ জটিলতার কারণে এখনও অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হতে পারেননি সাজিদ।
অভিষেকের পর থেকেই সাদা পোশাকে পাকিস্তানের অন্যতম ভরসার নাম আবরার। অস্ট্রেলিয়া সিরিজেও তাকে ঘিরেই পাকিস্তানের স্পিন আক্রমণ সাজানোর পরিকল্পনা ছিল পাকিস্তানের। সংবাদ সম্মেলনে আবরারের দারুণ প্রশংসাও করেছিলেন পিসিবির টেস্ট অধিনায়ক শান মাসুদ।
তিনি বলেছিলেন, 'আবরার অভিষেকের পর থেকেই আমাদের দলের জন্য কিছু না কিছু অবদান রেখে চলেছে। ভালো দলগুলোর বিরুদ্ধে ও প্রচুর উইকেট নিয়েছে। আশা করছি, অস্ট্রেলিয়ার বিপক্ষেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আবরার। আশা করি আমাদের সাফল্য এনে দেবে।’