নিউজিল্যান্ড থেকে এবার সুখস্মৃতি নিয়ে ফিরতে চান বিজয়

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
এরকম নিউজের পর আমার ক্যারিয়ারে কী হবে জানি না: বিজয়
২ ফেব্রুয়ারি ২৫অভিষেকের পর স্বপ্নের সিঁড়ি বেয়ে যখন নিজেকে উপরে তোলায় ব্যস্ত তখন এনামুল হক বিজয়কে আটকে দেয় কাঁধের ইনজুরি। নিউজিল্যান্ডের নেলসনে পাওয়া সেই চোট যে বাংলাদেশের এই ওপেনারের ক্যারিয়ারে কাল হয়েছে দাঁড়িয়েছে। সেই বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলে অনিয়মিত বিজয়। প্রায় ৮ বছর পর আবারও নিউজিল্যান্ডে পা পড়তে যাচ্ছে তার। এবার সেখান থেকে সুখস্মৃতি নিয়ে ফিরতে চান ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছিল বিজয়ের। অভিষেকের পর থেকে বাংলাদেশের নিয়মিত ওপেনার ছিলেন তিনি। বিশ্বকাপেও তামিম ইকবালের সঙ্গে প্রথম পছন্দ ছিলেন বিজয়। বিশ্বকাপের আগের তিন বছরে তিনটি সেঞ্চুরিও করেছিলেন ডানহাতি এই ওপেনার। ২০১৫ বিশ্বকাপে চোট পেলে সেখান থেকে শেষ হতে থাকে তার স্বপ্নের ক্যারিয়ার।
নেলসনে স্কটল্যান্ডের বিপক্ষে বাউন্ডারি সীমানায় দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন বিজয়। ইনিংসের ৩১তম ওভারের সময় লং লেগে ফিল্ডিং করার সময় ডান কাঁধে চোট পেয়েছিলেন তিনি। সেই সময় স্থানীয় হাসপাতালে স্ক্যান শেষে জানা যায় কাঁধের চোটে বিশ্বকাপ শেষ ডানহাতি এই ওপেনারের। চোট নিয়ে দেশে ফিরলে আর কখনও নিজের পুরনো জায়গায় নিয়ে যেতে পারেননি তিনি।

২০১৮ সালে ওয়ানডে দলে ফিরেছিলেন তিন বছর পর। মাঝে ২০২২ খেলেছেন জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও। তবে নিজের জায়গা পোক্ত করতে পারেননি। কদিন আগে বিশ্বকাপ খেলার সময় সাকিব আল হাসান চোটে পড়লে শুধুমাত্র অস্ট্রেলিয়া ম্যাচের জন্য দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল বিজয়কে।
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
২ ঘন্টা আগে
যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। বিশ্বকাপে ম্যাচ খেলতে না পারলেও নিউজিল্যান্ড সফরের দলে আছেন তিনি। ২০১৫ সালে দুঃসহ স্মৃতি নিয়ে ফিরতে হলেও এবার সুখস্মৃতিতে চোখ বিজয়ের। নিউজিল্যান্ডের বিমান ধরার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে জানান, সুযোগ আসলে ভালো খেলার চেষ্টা করবেন।
এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘সুযোগ আসলে চেষ্টা করবো ভালো খেলার। দলের সঙ্গে আছি, থাকতে পারলে ভালো লাগে। ওইটাই ভালো লাগছে যে দলের সঙ্গে যাচ্ছি। নিউজিল্যান্ডে একটা ইনজুরি ছিল। ২০১৫ সালে সেখানে ইনজুরিতে পড়েছিলাম। অবশ্যই, চেষ্টা করবো এবার যেন একটা সুখকর স্মৃতি নিয়ে ফিরতে পারি।’
দুই ধাপে এবার নিউজিল্যান্ড যাচ্ছে বাংলাদেশ। যেখানে প্রথম বহরে বিজয়ের সঙ্গে ছিলেন লিটন দাস, রাকিবুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিক হাসান, মুস্তাফিজুর রহমানরা। ১৪ সদস্যের বহরে ১১ ক্রিকেটারের সঙ্গে ছিলেন তিনজন কোচিং স্টাফ। নিউজিল্যান্ডে পৌঁছে অনুশীলন করার জন্য সহকারী কোচ নিক পোথাসকে পাচ্ছেন ক্রিকেটাররা।
দ্বিতীয় বহর যাবে সোমবার। সেই ধাপে যাওয়ার কথা রয়েছে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলা নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান, মুশফিকুর রহিম এবং শরিফুল ইসলামদের। তাদের সঙ্গে যাওয়ার কথা রয়েছে প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহেরও। এদিকে নিউজিল্যান্ডে গিয়ে ১৪ ডিসেম্বর একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে লিটন-আফিফদের।