ডেকানকে হ্যাটট্রিক শিরোপা ঘরে তুলতে দিলো না নিউইয়র্ক

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টেন লিগের শিরোপা জিতল নিউইয়র্ক স্ট্রাইকার্স। আবুধাবিতে ডেকান গ্লাডিয়েটর্সকে সাত উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তুলল নিউইয়র্ক। সুনীল নারিনের অসাধারণ বোলিংয়ের পর আসিফ আলীর ঝড়ো ব্যাটিংয়ে এই জয় পেয়েছে স্ট্রাইকার্সরা।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত দশ ওভারে পাঁচ উইকেটে ৯১ রান তুলেছে ডেকান গ্লাডিয়েটর্স। দলের হয়ে অপরাজিত সর্বোচ্চ ৩০ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাটে। ১৮ বলে খেলা এই ইনিংসে ছিল দুটি করে চার-ছক্কার মার।

শেষদিকে ১১ বলে একটি চার ও দুটি ছক্কায় ঝড়ো গতিতে ২০ রান তুলে অপরাজিত থাকেন ডেভিড ভিসে। মূলত এই দুটি ইনিংসেই বড় লক্ষ্য গড়ে ডেকান। নিউইয়র্কের হয়ে মোহাম্মদ আমির এবং জর্জ স্ক্রিমশ- দুজনই ওভার প্রতি সাড়ে ১১'র বেশি রান দেন।
মোহাম্মদ জাওয়াদউল্লাহ এবং আকিল হোসেন ওভারপ্রতি দেন আট রান করে। দুজনই নেন একটি করে উইকেট। দুই ওভারে মাত্র ছয় রান দিয়ে দুই উইকেট নেন অভিজ্ঞ স্পিনার নারিন।
লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র সাত রানের মধ্যে দুই উইকেট হারায় নিউইয়র্ক। মোহাম্মদ ওয়াসিমকে ৬ রানে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেরান ট্রেন্ট বোল্ট। এক রান করা রহমানউল্লাহ গুরবাজকে বোল্ড করে ফেরান নুয়ান থুসারা।
দলীয় ৩৮ রানের মধ্যে ফিরে যান নিরোশান ডিকওয়েলাও। ১২ বলে ১৪ রান করেন রাসেলের বলে ফিরে যান। শেষ পর্যন্ত থেকে দলকে জেতান আসিফ এবং কাইরন পোলার্ড। ২৫ বলে দুটি চার ও চারটি ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন আসিফ।
অধিনায়ক পোলার্ডের ব্যাটে আসে ১৩ বলে ২২ রানের ঝড়ো ইনিংস। টি-টেনে এবারই প্রথমবার শিরোপা জিতল নিউইয়র্ক। গত দুই আসরে আসরটির চ্যাম্পিয়ন হয়েছিল ডেকান। এর আগে ২০১৯ সালে মারাঠা এরাবিয়ান্স এবং ২০২১ সালে নর্দান ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন হয়েছিল। তারও আগে ২০১৭ সালে কেরালা কিংস এবং ২০১৮ সালে নর্দান শিরোপা জিতেছিল।