ভারত সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে সিরিজে আবারও ধাক্কা খেল সাউথ আফ্রিকা। এনরিক নরকিয়ার পর এবার চোটের কারণে লুঙ্গি এনগিদির সার্ভিসও মিস করতে যাচ্ছে প্রোটিয়ারা। তবে শুধু ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই নয়, শঙ্কা আছে টেস্ট সিরিজও মিস করবেন এই পেসার।
আগামীকাল (১০ ডিসেম্বর) ডারবানে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে সাউথ আফ্রিকা। ঘোষিত স্কোয়াডে শুরুর দুই ম্যাচের জন্য এনগিদিকে রেখেছিল আফ্রিকা। এরপর চারদিনের একটি ঘরোয়া ম্যাচ খেলে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্ততি সারতেন ২৭ বছর বয়সী এনগিদি।

এখন শঙ্কায় আছেন টেস্ট সিরিজ নিয়েও। ডানহাতি এই প্রোটিয়া পেসার মূলত বাঁ-পায়ের গোড়ালির চোটে পরেছেন। তবে কিভাবে এই চোটে পরেছেন তিনি, সেই বিষয়ে কোনো কিছুই জানায় নি ক্রিকেট সাউথ আফ্রিকা। তবে তার বদলে দলে ডাক পেয়েছেন বিউরন হেনড্রিকস।
মাত্র ১৯টি টি-টোয়েন্টি খেলা বাঁহাতি পেসার সবশেষ জাতীয় দলে খেলেন ২০২১ সালে। এদিকে শুধু আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নয় শঙ্কা আছে তিন সংস্করণেই দলের প্রধান তিন পেসারকে না পাওয়ার। কাগিসো রাবাদাকে আগেই এই সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। এরপর নরকিয়া ছিটকে যান পুরো সিরিজের জন্য। এবার একই শঙ্কায় এনগিদি।
অবশ্য দলের প্রধান বোলাররা না থাকলেও সূর্য কুমার যাদবদের পরীক্ষা নেবেন মার্কো জানসেন, জেরল্ড কোয়েতজি, লিজাড উইলিয়ামস, ওটেনিল বার্টম্যান ও রিজা হ্যান্ড্রিক্সরা। এছাড়াও প্রোটিয়াদের দলে আছেন অলরাউন্ডার নান্দ্রে বার্গার ও আন্দিলে ফেহলুকায়ো। যদিও জানসেন ও কোয়েতজি প্রথম দুই ম্যাচের পর, টেস্টের প্রস্তুতির জন্য চার দিনের ঘরোয়া ম্যাচ খেলবেন।
পরিবর্তিত টি-টোয়েন্টি স্কোয়াড-
এইডেন মার্করাম (অধিনায়ক), ওটেনিল বার্টম্যান, ম্যাথু ব্রিটসকে, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েতজি (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), ডেনোভ্যান ফেরেইরা, রিজা হ্যান্ড্রিক্স, মার্কো জানসেন (প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি), হ্যানরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আন্দিলে ফেহলুকায়ো, তাবরাইজ শামসি, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস, বিউরান হেনড্রিকস।