promotional_ad

পাকিস্তানের বোলারদের নিয়েই মাথাব্যথা খাওয়াজার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৮ ঘন্টা আগে
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

পেস বোলার তৈরির কারখানা বলা হয় পাকিস্তানকে। যেখানে একসময় খেলেছেন কিংবদন্তী ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শোয়েব আখতাররা। এরপর সেই ধাঁরা অব্যহত রেখেছিলেন উমর গুল, মোহাম্মদ আমিররা। বর্তমানে সেই দায়িত্ব বয়ে বেড়াচ্ছেন হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদিরা। তাদের গতি ও সুইং প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানাতে যথেষ্ট।


আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মোকাবেলা করতে হবে পাকিস্তানি এই গতি তারকাদেরই। যদিও টেস্ট খেলায় অনীহা থাকায় এই রিজে নেই রউফ। তবে আফ্রিদির পাশাপাশি হাসান আলীর মতো অভিজ্ঞ পেসারদের বিপক্ষে খেলতে হবে ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজাদের। তবে সেই কাজটা মোটেও সহজ হবে না, এমনটাই মনে করেন খাওয়াজা।



promotional_ad

পাকিস্তানি বোলারদের নিয়ে তিনি বলেন, 'এটা কঠিন ব্যাপার, মানুষ সব সময় পাকিস্তানকে ছেড়ে কথা বলে। কিন্তু তাদের বোলিং (মোকাবেলা করা) কঠিন কাজ। শাহীন শাহ আফ্রিদি একজন বিশ্বমানের বোলার যে বোলিং শুরু করে। তারপর আছেন অত্যন্ত দক্ষ (বোলার) হাসান আলী, যে দীর্ঘ সময় ধরে দলে আছে। ফাহিম আশরাফও আছে দলে, এমনকি বেশ কয়েকজন স্পিনারও আছে।'


আরো পড়ুন

পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের

১ ঘন্টা আগে
পাকিস্তানের জার্সিতে ইমাদ ওয়াসিম

শুধু পেস বোলিংয়েই শক্তিশালী নয় পাকিস্তান। তারা দুই বিশেষজ্ঞ সইনার নোমান আলী এবং আবরার আহমেদদের নিয়ে দল সাজিয়েছে। দীর্ঘ সময় ধরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে কোনো ভালো স্মৃতি নেই পাকিস্তানের। ২৮ বছরে তারা পাকিস্তানের মাটিতে ১৪টি ম্যাচ হেরেছে। তাদের লক্ষ্য হবে ঘুরে দাঁড়ানো। তবে কাজটা যে এবারও সহজ হবে না, সেটাও মনে করিয়ে দিলেন খাওয়াজা। বিশেষ করে ব্যাটারদের জন্য।


পাকিস্তানি ব্যাটারদের চ্যালেঞ্জ নিয়ে তিনি বলেন, 'পাকিস্তানের জন্য সবচেয়ে বড় বিষয় হলো, আমাদের কন্ডিশনে নিজেদের ব্যাটিং তারা ধরে রাখতে পারবে কিনা। পার্থের উইকেট বাউন্সি হবে, তবে আমার মতে মেলবোর্ন ও সিডনি (পিচ) পাকিস্তানের জন্য বেশ উপযুক্ত হবে। বিশেষ করে সিডনি যেখানে উইকেট কিছুটা ধীর এবং বল নিচু হয়ে আসে। আর আপনি এটাই চাইবেন, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতা।'



অবশ্য কিছুদিন আগেই খাওয়াজা বলেছিলেন তার মতে এটাই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। কারণ এখানে বাবর আজম, ইমাম উল হক এবং আবদুল্লাহ শফিক মতো ব্যাটাররা দলে রয়েছেন। ফলে ভালো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের অপেক্ষাতেই রয়েছেন এই অজি ওপেনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball