বিশ্বকাপে চোখ উইল জ্যাকসের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
২ ঘন্টা আগে
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি উইল জ্যাকসের। তবুও তরুণ এই অলরাউন্ডারের চোখে মুখে এখন ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মাতানোর স্বপ্ন। ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
এই বিশ্ব আসরকে সামনে রেখেই নিজেকে তৈরি করছেন জ্যাকস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ওপেনারের ভূমিকায় দেখা যাবে এই অলরাউন্ডারকে। এই সিরিজ দিয়েই বিশ্বকাপ মিশনে নিজেকে প্রতিদ্বন্দ্বিতায় রাখতে চান তিনি।

নিজের লক্ষ্য নিয়ে জ্যাকস বলেন, 'এই আত্মবিশ্বাসটা গুরুত্বপূর্ণ যে, যাই হোক না কেন আপনি দলে থাকবেন। আমি যদি রবিবার ব্যর্থও হই তাহলেও কিছু আসে যায় না। শেষ দুই ম্যাচে ভালো করার আরেকটি সুযোগ থাকবে আমার হাতে।'
'যারা আক্রমণাত্মকভাবে খেলতে চায় তাদের সবার জন্য এটা প্রয়োজন। আপনি যদি ব্যর্থতার ভয় নিয়ে থাকেন বা আপনি কি করবেন তা নিয়ে উদ্বিগ্ন থাকেন, তাহলে এর প্রভাব পারফরম্যান্সে পড়বে এবং আপনি শতভাগ আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে পারবেন না।'
এদিকে বিশ্বকাপের ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড। সবকিছু পিছনে ফেলে নতুন করে শুরু করতে চায় তারা। ফলে অভিজ্ঞ ক্রিকেটারদের বদলে তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিচ্ছে ইসিবি। তাই কেন্দ্রীয় চুক্তিতে না থাকলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা পেয়েছেন জ্যাকস। এদিকে চুক্তিতে না থাকাটাও নিজের জন্য একটা সুযোগ হিসেবে দেখছেন তিনি।
এই বিষয়ে জ্যাকস বলেন, 'এটা যাই হোক আমি সামনে এগিয়ে যেতে চাই। আপনি কখনো জানেন না এটা (চুক্তি) আপনাকে সাহায্য করবে নাকি করবে না। আর এটার (চুক্তিতে না থাকার) মানে হলো এই শীতে আমি কি করবো ও আমার জীবনে কিভাবে কাটাবো, এটা পরিকল্পনা করার যথেষ্ট সময় থাকবে আমার কাছে। কিন্তু আমি যদি এই সফরটা ও পুরো বছরটা কাজে লাগাতে পারি, তাহলে আগামী বছর (বিশ্বকাপে) সুযোগ পেতে আমি আশাবাদী।'
বিশ্বকাপে চোখ রেখে জ্যাকস আরো বলেন, 'আমি ইংল্যান্ডের হয়ে খেলতে ভালোবাসি কিন্তু আমি যদি দলে না থাকি তাহলেও আমি আনন্দিত, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারলে খুশি হবো। জুনে একটি বিশ্বকাপ আসছে এবং এটাই এখন আমার অগ্রাধিকার পাচ্ছে। বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেয়া আমার এখন সবচেয়ে বড় লক্ষ্য এবং সাউথ আফ্রিকায় টি-টোয়েন্টি খেলা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে।'