promotional_ad

যুব এশিয়া কাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

৪ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

আগামী ৮ ডিসেম্বর থেকে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর শুরু হতে যাচ্ছে দুবাইতে। গ্রুপ বি-তে বাংলাদেশের বাকি প্রতিপক্ষ হলো শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। সেই টুর্নামেন্টকে সামনে রেখেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


যুবাদের এশিয়া কাপে বাংলাদেশের মিশন শুরু হবে ৮ ডিসেম্বর। টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। সেদিন আইসিসি অ্যাকাডেমি ওভাল ১ মাঠে নামবে মাহফুজুর রহমান রাব্বিরা। দ্বিতীয় ম্যাচে ১১ ডিসেম্বর টাইগাররা মুখোমুখি হবে নেপালের। খেলাটি হবে আইসিসি অ্যাকাডেমি ওভাল ২ মাঠে???



promotional_ad

গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাব্বিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আইসিসি অ্যাকাডেমি ওভাল ১ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর। আসরের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে শুক্রবার ১৫ ডিসেম্বর। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে।


এদিকে গ্রুপ এ-তে ভারত সহ আছে পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। যুবাদের এশিয়া কাপের সব থেকে সফল দল বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এখন পর্যন্ত ৯ আসরের ৭টিতে এককভাবে ও একটি পাকিস্তানের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এছাড়া আফগানিস্তানও একবার শিরোপা পেয়েছে।


বাংলাদেশের স্কোয়াড: মাহফুজুর রহমান রাব্বিরা (অধিনায়ক), মোঃ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ জামান, আরিফুল ইসলাম, মোঃ শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মোঃ রাফিউজ্জামান রাফি, মোঃ রোহানাত দৌউলা বর্ষন, মোঃ ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

রিজার্ভ ক্রিকেটার: মোঃ রিজান হোসেন, নাইম আহমেদ ও মোঃ জিহাদুল হক জিহাদ। 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball