promotional_ad

কোহলির সেরাটা এখনও বাকি, প্রোটিয়াদের সতর্ক করলেন ভিলিয়ার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪ মাসের জন্য ছিটকে গেলেন উড

১৩ মার্চ ২৫
ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ মিস করতে পারেন মার্ক উড, ফাইল ছবি

বেশ কিছুদিন রান খরায় ভুগেছেন বিরাট কোহলি। তিন ফরম্যাটের ক্রিকেটেই নিজেকে যেন হারিয়ে খুঁজছিলেন তিনি। যদিও বর্তমানে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় কাটাচ্ছেন এই ভারতীয় ব্যাটার। সর্বশেষ বিশ্বকাপেও একের পর এক রেকর্ড গড়েছেন। এমনকি সর্বশেষ টেস্টেও সেঞ্চুরি রয়েছে কোহলির।


সামনেই সাউথ আফ্রিকা সফর ভারতের। এই সফরে কোহলির সেরাটা দেখার অপেক্ষায় আছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি মনে করেন ভারতীয় এই ব্যাটারের সেরাটা এখনও দেখার বাকি। তাই আসন্ন এই সিরিজে সাউথ আফ্রিকাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটার।



promotional_ad

তিনি কোহলির প্রশংসা করতে গিয়ে বলেন, ‘আমরা বিরাটের সেরাটা দেখতে পাব। যেখানে তাকে বুক চিতিয়ে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে দেখা যেতে পারে। ভারতীয় দলটি বিশ্বমানের তাই সাউথ আফ্রিকাকে সতর্ক থাকতে হবে।’


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে ইডেন গার্ডেনসে সেঞ্চুরি করার পর ১ হাজার ২০ দিন সেঞ্চুরি বঞ্চিত ছিলেন কোহলি। সাদা পোশাকে কোহলির সেঞ্চুরি খরা ঘুচেছে  চলতি বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজে। অজিদের বিপক্ষে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৭৬ ও ১২১ রানের ইনিংস খেলেন এই ডানহাতি ব্যাটার।


এদিকে সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে কোহলি ছিলেন আরো ভয়ানক। ৯৫.৬২ গড়ে আসর জুড়ে করেছেন ৭৬৫ রান। যা আবার এক বিশ্বকাপে করা সর্বোচ্চ রানের রেকর্ড। সেই সঙ্গে তিনটি সেঞ্চুরি করে শচিন টেন্ডুলকারের ৪৯টি ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডও ভেঙেছেন তিনি। অবশ্য সাউথ আফ্রিকা সফরে শুধুমাত্র সাদা পোশাকেই দেখা যাবে এই ব্যাটারকে। রঙিন পোশাকের ক্রিকেট থেকে স্বেচ্ছায় বিশ্রামে আছেন এই তারকা ব্যাটার।



কোহলির সঙ্গে ভিলিয়ার্সের সখ্যতা বেশ পুরোনো। আইপিএলে লম্বা সময় ভিলিয়ার্স খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সে সময় দলটির অধিনায়ক ছিলেন কোহলি। ভিলিয়ার্স জানিয়েছেন আবারও সুযোগ হলে দলটির সঙ্গে যোগ দিতে চান নতুন ভূমিকায়। তবে তিনি কোনো কিছুর নিশ্চয়তা দিতে পারছেন না।


এ প্রসঙ্গে ভিলিয়ার্স বলেন, ‘আমি তাই আশা করি। মানে, আমার হৃদয় আরসিবির সঙ্গে রয়েছে। আমি বহু বছর ধরে সেখানে খেলেছি। ব্যাঙ্গালোরের ভক্তদের সঙ্গে আমার একটি দুর্দান্ত সংযোগ রয়েছে এবং আমি তাদের কাছ থেকে বছরের পর বছর ধরে যে সমস্ত সমর্থন এবং ভালবাসা পেয়েছি তার প্রশংসা করব। আমি কিছুর নিশ্চয়তা দিতে পারি না, তবে ভবিষ্যতে আবার নিজেকে আরসিবি রঙে দেখতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball