promotional_ad

‘কলঙ্কিত খলনায়কের’ বিদায়ে জনসনের রসিকতা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৩ মার্চ ২৫
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে ১৪ ডিসেম্বর শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন ডেভিড ওয়ার্নার। সিরিজ শুরুর আগে এই অজি ওপেনারের কড়া সমালোচনা করেছেন এক সময়ের সতীর্থ মিচেল জনসন।


মূলত ওয়ার্নারের বিদায় নিয়ে বেশি আলোচনার কারণেই ক্ষেপেছেন সাবেক এই অজি পেসার। ওয়ার্নারের সমালোচনা করতে গিয়ে 'স্যান্ডপেপার গেটের' দুঃস্মৃতি উস্কে দিয়েছেন জনসন। অস্ট্রেলিয়ার কলঙ্কিত ইতিহাসের খলনায়কের এমন নায়কোচিত বিদায়ের পক্ষপাতি নন তিনি।



promotional_ad

'দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান' পত্রিকায় নিজের কলামে জনসন লিখেছেন, 'আমরা ডেভিড ওয়ার্নারের বিদায়ী সিরিজ়ের জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু আদৌ কেন এমনটা করছি কেউ বলতে পারবে আমায়? একজন ওপেনার যে টেস্টে রান পাচ্ছে না, সে নিজের ইচ্ছামতো বিদায় জানানোর সুযোগ কী করে পাচ্ছে। আর কোন যুক্তিতেই বা অস্ট্রেলিয়ান ক্রিকেট ইতিহাসের সবথেকে কলঙ্কিত অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্র নায়কের মতো বিদায় পাওয়ার অধিকারী?'


২০১৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে ক্যাপ টাউন টেস্টে অস্ট্রেলিয়ার বল টেম্পারিংয়ের ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন ওয়ার্নার। এরপর যদিও শাস্তি ভোগ করেছেন তিনি। জনসন মনে করেন ওয়ার্নার যেভাবে বিদায় নিচ্ছেন তা অস্ট্রেলিয়ার জন্যও লজ্জাজনক। ওয়ার্নারের সমালোচনা করতে গিয়ে রসিকতাও করেছেন সাবেক এই পেস তারকা।


তিনি লিখেছেন, 'স্যান্ডপেপার গেটে যদিও ওয়ার্নার একা ছিল না। তবে ওই সময় সে দলের একজন সিনিয়ার সদস্য ছিল যে নিজের ক্ষমতার অপপ্রয়োগ করতে ভালবাসে। যে ভাবে সে বিদায় নিচ্ছে সেটা আমাদের দেশের পক্ষে লজ্জাজনক। সমর্থকরা ওর জন্য কী আনবে? দোকানো তো স্যান্ডপেপার সব শেষ হয়ে যাবে।'



জনসন সমালোচনায় বিদ্ধ করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও তারকা পেসার মিচেল স্টার্ককে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচের পদ থেকে জাস্টিন ল্যাঙ্গারের বিদায়ে প্যাট কামিন্সের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন জনসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball