promotional_ad

ওয়ার্নারের বিদায়ী সিরিজের টেস্ট দল ঘোষণা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রংপুরের হয়ে খেলতে আসছেন রাসেল-ওয়ার্নারসহ ৫ বিদেশি

২৯ জানুয়ারি ২৫
বিপিএলে খেলতে দেখা তাদের

রঙিন পোশাকে অস্ট্রেলিয়া দলের অন্যতম ভরসার নাম ডেভিড ওয়ার্নার। যদিও সাদা পোশাকে ওয়ার্নারের জায়গাটা বেশ নড়বড়ে। অনেকবারই তাকে বাদ দেয়ার জোর গুঞ্জন উঠেছে। ২০১৯-২০ মৌসুমের পর থেকেই টেস্টে যেন নিজেকে হারিয়ে খুঁজছেন এই বাঁহাতি ওপেনার।


এই সময় থেকে তার ব্যাটিং গড় মাত্র ২৮। ২০২০ সালের পর তিন অঙ্কে পৌছাতে পেরেছেন কেবল একবার। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের আশেপাশে থাকা এক ঝাঁক ওপেনার ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে টেস্ট দলের দরজায় কড়া নাড়ছেন। 


এর মধ্যে রয়েছেন ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও ম্যাট রেনশর মতো ক্রিকেটাররা। পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর কথা জানিয়েছিলেন ওয়ার্নার। এবার পাকিস্তানের বিপক্ষে বহুল প্রতীক্ষিত সেই সিরিজের দলে জায়গা দেয়া হয়েছে ওয়ার্নারকে।



promotional_ad

পার্থে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ। ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্টে মাঠে নামবে দুই দল। এই ম্যাচই হতে চলেছে ওয়ার্নারের শেষ টেস্ট। নিজের বিদায়ের কথা বলে ওয়ার্নার বলেছিলেন, ‘টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজে ভালো করে যদি পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে সেখানেই টেস্ট থেকে সরে দাঁড়াব। আমি একদম পাকাপাকি বলতে পারি (এরপর) ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।’


আরো পড়ুন

৩৪ বছর পর পাকিস্তানে টেস্ট জিতল ওয়েস্ট ইন্ডিজ

২৭ জানুয়ারি ২৫
ম্যাচ জেতার পর ওয়েস্ট ইন্ডিজ দল, পিসিবি

এই সিরিজে বেঞ্চে থাকা ক্রিকেটারদের পরীক্ষা নিরীক্ষার সুযোগ দেখছেন অজি নির্বাচক জর্জ বেইলি। তিনি বলেন, ‘দলে ঢোকার জন্য স্বল্প থেকে মধ্যমেয়াদি সুযোগ আসবে। ঘরোয়া ক্রিকেটে যারা ভালো করছে, তাদের সেরাটা দেখার জন্য আমার উন্মুখ হয়ে আছি। তাদের মধ্যে অনেকে পাকিস্তানের বিপক্ষে সপ্তাহের শেষ দিকে দারুণ একটা সুযোগ পাবে।’


প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন দুই পেস বোলিং অলরাউন্ডার মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিন। যদিও পেস আক্রমণের নেতৃত্বে থাকছেন অস্ট্রেলিয়া দলের ত্রয়ী মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স। অভিষেকের অপেক্ষায় থাকা ল্যান্স মরিসও সুযোগের অপেক্ষায় থাকবেন।


প্রথম টেস্টের অস্ট্রেলিয়া স্কোয়াড-



ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস ল্যাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোলান্ড, ক্যামেরন গ্রিন ও ল্যান্স মরিস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball