তরুণদের নিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ঘুচাতে চান বাটলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে স্টোকসকে চান না ব্রড
৬ ঘন্টা আগে
শিরোপা ধরে রাখার লক্ষ্যে বিশ্বকাপ খেলতে এসে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড। এমন ভরাডুবির পর ইংলিশদের দলে এসেছে বড় পরিবর্তন। তরুণদের নিয়ে গড়া এই দল নিয়েই রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাঠে নামবে জস বাটলারের দল।
এই সিরিজে ইংল্যান্ডের লক্ষ্য বিশ্বকাপের ব্যর্থতা ঘুচিয়ে নতুনভাবে নিজেদের তৈরি করা। এ কারণে দলে সুযোগ দেয়া হয়েছে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে। বিশ্বকাপে গ্রুপ পর্বের ৯ ম্যাচের ছয় টিতেই হেরেছে ইংল্যান্ড। দলের এমন ব্যর্থতায় অনেকেই সিনিয়র ক্রিকেটারদের দায় দেখছেন।

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) দলে বড়সড় পরিবর্তন এনে নিজেদের দল সাজিয়েছে। বিশ্বকাপ স্কোয়াডের ৯ ক্রিকেটারকে তারা বাদ দিয়েছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে অলি পোপ, জন টার্নাররা অভিষেকের অপেক্ষায় আছেন। দলে আছেন বেন ডাকেট ও জ্যাক ক্রলির মতো প্রতিভাবান ক্রিকেটারও।
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
তরুণ এই দল নিয়ে আত্মবিশ্বাসী বাটলার বলেছেন, 'এই দলে কয়েকজন সত্যিকারের দুর্দান্ত প্রতিভাবান রয়েছে। তরুণরা এখানে সুযোগ পেতে ও পারফর্ম করতে মুখিয়ে আছে। এর মধ্যে কয়েকজন ক্রিকেটার আছে যারা খুব বেশি ওয়ানডেতে খেলেনি। তবে তাদের টেস্ট খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন বলতে কিছু নেই। এটা দারুণ সংমিশ্রণ হয়েছে।'
শেষবার দলে বড় পরিবর্তন এনে বেশ ভালো ফলাফল পেয়েছিল ইংল্যান্ড। ২০১৯ সালে প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় তারা। এরপর লম্বা সময় ছন্দে থাকা দলটি পথ হারিয়েছে এবারের বিশ্বকাপে। তাই আবারও পরিবর্তনের হাওয়া লেগেছে ইংল্যান্ড দলে। ফলে তরুণদের প্রতিভা কাজে লাগিয়ে বিশ্বকাপের ব্যর্থতা ঘুচাতে চান বাটলার। দলের অধিনায়ক হিসেবে এটা যে তারই কর্তব্য সেটাও স্বীকার করেছেন তিনি।
বাটলার বলেন, 'আমাদের একটি খারাপ টুর্নামেন্ট গিয়েছে। যেখানে আমরা দীর্ঘদিন (ওয়ানডেতে) ভালো অবস্থানে ছিলাম। দেখুন আমাদের কত প্রতিভাবান (ক্রিকেটার) আসছে এবং তাদের সাহায্যে সাদা বলের ক্রিএক্টে আমরা একটি কাঠামো দাঁড় করাতে চাই। আর এটা থেকেই দায়িত্ব এবং অনুপ্রেরণা পাচ্ছি। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট যে পর্যায়ে দীর্ঘদিন ছিল আমরা সেখানে ফিরে যেতে চাই।'