বাংলাদেশের উন্নতির লক্ষণ দেখছেন সাউদি

ছবি: এএফপি

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
৭ ঘন্টা আগে
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রের শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। এবারের চক্রে শুরুটা ভালো হয়নি তাদের। বাংলাদেশের বিপক্ষে ১৫০ রানে হেরেছে তারা। অবশ্য বাংলাদেশের বিপক্ষে পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে এবারের মৌসুম শুরু করার লক্ষ্য ছিল কিউইদের।
টেস্ট সিরিজ শুরুর আগে টিম সাউদি জানিয়েছিলেন বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না। সেটাই হয়েছে। বাংলাদেশের বিপক্ষে হার নিউজিল্যান্ডের ভিতে বড় আঘাত হেনেছে সেটা সাউদির কথাতেই স্পষ্ট। বাংলাদেশের বোলাররা যেভাবে কিউই ব্যাটারদের চাপে ফেলেছেন এটাকে শিক্ষা হিসেবেই দেখছেন কিউই অধিনায়ক।
তিনি বলেছেন, ‘আমরা নিজেদের হারের কারণ অবশ্যই আলোচনা করব। তবে আপনাকে আগে দেখতে হবে বাংলাদেশের বোলাররা কীভাবে আমাদের ওপর চাপ সৃষ্টি করেছে, লম্বা সময় ধরে। আমরাও তা করেছি কিছু কিছু সময়। তবে সেটা লম্বা সময় ধরে করতে পারিনি।'

নিজেদের ব্যাটিংয়ের ভুলের কথা বলতে গিয়ে নাজমুল হোসেন শান্তর প্রশংসা করেছেন সাউদি। তিনি বলেন, 'ব্যাটিংয়ের কথা যদি বলি, আপনি চাইবেন জুটি গড়তে। শান্তর ইনিংস দেখুন, সে দারুণ খেলেছে। ইনিংসটা এসেছেও দারুণ সময়ে। সুতরাং আমাদের দেখার আছে অনেক কিছু। আগামী কয়েক দিন সে জন্য সময় আছে।’
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
সিলেট টেস্ট এক কথায় বাংলাদেশের স্পিনাররাই রাজত্ব করেছেন। বিশেষ করে একাই ১০ উইকেট নিয়ে কিউইদের ধসিয়ে দেয়ার সবচেয়ে বড় নায়ক তাইজুল ইসলাম। উপমহাদেশের উইকেটে স্পিনাররা রাজত্ব করবেন এটা জানলেও ব্যাটাররা নিজেদের কাজ করতে ব্যর্থ হয়েছেন বলে জানালেন সাউদি।
তিনি ব্যর্থতা স্বীকার করে বলেছেন, ‘তারা খুব ভালো বোলিং করেছে, দারুণ নিয়ন্ত্রণ তাদের। আমরা জানি যে এই অঞ্চলে যত সময় গড়ায় ব্যাটিং তত কঠিন হয়। তাদের কিছুটা বাঁক দরকার ছিল, কিছু বাউন্সের অধারাবাহিকতাও। আমরা এটা জানতাম। এসব ক্ষেত্রে জুটি গড়তে হয়। আমাদের হয়তো দুই-একটি জুটি দরকার ছিল। আর নিজেরা লম্বা সময় চাপ সৃষ্টি করতে পারিনি।’
ঘরের মাঠে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে বাংলাদেশ দল গত কয়েক বছর ধরে ধারাবাহিক পারফরম্যান্স করেছে। টেস্টেও সেই ধারাবাহিকতা দেখা যাচ্ছে। বাংলাদেশের এই উন্নতি চোখে পড়েছে সাউদিরও। তিনি মনে করেন নিউজিল্যান্ডের বিপক্ষে জয় বাংলাদেশের উন্নতির আরেকটি লক্ষণ।
বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করে সাউদি বলেন, ‘বাংলাদেশ তাদের মাটিতে সব সময় কঠিন দল। এই কন্ডিশনে খেলে ওরা অভ্যস্ত। আর নিউজিল্যান্ডের বিপক্ষে লম্বা সময় ধরেই ভালো করছিল। কন্ডিশন যেমনই হোক, কোনো হারই আদর্শ নয়। তবে এই জয় বাংলাদেশের উন্নতির একটা লক্ষণ।’