promotional_ad

‘এখন ভালো কথা হবে, এক ম্যাচ খারাপ করলে আবার সমালোচনা হবে’

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকেট করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||


আরো পড়ুন

মুশফিকের বিদায়ে সতীর্থরা যা বললেন

৬ মার্চ ২৫
(বাম থেকে) নাজমুল হোসেন শান্ত, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদউল্লা রিয়াদ

শক্তি ও সামর্থ্যের বিচারে নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশকে মেলানোর সুযোগ নেই। অভিজ্ঞতাও টাইগারদের চেয়ে ঢের এগিয়ে কিউরা। তবুও পুরো পাঁচদিন দাপট দেখিয়ে সিলেট টেস্ট জিতে নিয়েছে বাংলাদেশ। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের প্রশংসা হবে এটাই তো খুব স্বাভাবিক। এটা জানেন নাজমুল হোসেন শান্ত নিজেও। এখন যেমন প্রশংসা হচ্ছে তেমনি এক ম্যাচ খারাপ খেললে যে সমালোচনা হবে সেটাও জানেন বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক।


বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের প্রত্যাশার কমতি ছিল না। ভারত বিশ্বকাপের আগে ক্রিকেটার, সমর্থক কিংবা বোর্ড কর্তা, সবাই সেমিফাইনাল খেলার আশা দেখিয়েছিলেন। তবে চাওয়ার সঙ্গে পাওয়া মেলাতে পারেননি চান্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ব্যাটে-বলে পুরো বিশ্বকাপ জুড়ে নিজেদের হারিয়ে খুঁজেছে। হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। নয় ম্যাচের দুটিতে জয় পাওয়া কোনোভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির টিকেট কেটেছে।



promotional_ad

বাংলাদেশ কেমন করেছে সেটা সাকিব আল হাসানের কথাতেই স্পষ্ট। ডাচদের বিপক্ষে হারের পর বাংলাদেশের অধিনায়ক এবারের বিশ্বকাপকে নিজেদের ইতিহাসের সবচেয়ে বাজে বিশ্বকাপ হিসেবে আখ্যা দিয়েছিলেন। গত কয়েক বছর ধরে যারা বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন তারা ফল না পাওয়ায় হতাশ হওয়াটা স্বাভাবিকই। যার ফলে পুরো বিশ্বকাপ জুড়েই ক্রিকেটারদের সমালোচনা হয়েছে। বিশ্বকাপের পরও থামেনি সমালোচনার ঝড়।


আরো পড়ুন

‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’

৭ ঘন্টা আগে
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকফ্রেঞ্জি

নিজেদের অন্যতম সেরা দল নিয়ে গেলেও সাফল্যের দেখা পায়নি। অথচ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণ শক্তির দলের বিপক্ষে খানিকটা তরুণ বাংলাদেশ ঠিকই জয় তুলে নিয়েছে। কিউইদের বিপক্ষে খেলেছেন বিশ্বকাপ দলের ৬ ক্রিকেটার। শান্তর কাছে জানতে চাওয়া হয়েছিল হুট করে কি এমন পরিবর্তন হলো যার ফলে কিউইদের বিপক্ষে এমন দাপুটে জয় পাওয়া গেলো।


এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, ‘কিছুই পরিবর্তন হয়নি, বাইরে কথা হতেই থাকবে। এখন অনেক ভালো কথা হবে আবার এক ম্যাচ খারাপ করলে অনেক খারাপ কথা, সমালোচনা হবে। এটা আমাদের নিয়ন্ত্রণে নেই, ওইটা নিয়ে আমরা চিন্তাও করি না। আমরা প্রতি ম্যাচে কিভাবে পরিকল্পনা করে আসতে পারি, প্রক্রিয়াটা কি যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে ওইটাই আমরা প্রতিনিয়ত করার চেষ্টা করি।’



সিলেট টেস্টের বেশিরভাগ সময়ই দাপট দেখিয়েছে বাংলাদেশ। কিউরা ম্যাচে ছিলেন খুব কম সময়ই। তৃতীয় দিনের পর থেকেই ম্যাচের প্রায় নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্বাগতিকরা। ১৫০ রানের জয়ের পরও শান্ত জানিয়েছেন, তারা এই ম্যাচে সব ঠিকঠাক করেছেন এমন নয়। এই ম্যাচের ভুলগুলো শুধরে ঢাকা টেস্টের পরিকল্পনা করতে চান বাংলাদেশের ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক।


শান্ত বলেন, ‘আজকের ম্যাচটা জিততে পেরেছি, এমন না যে আজকের ম্যাচে সবকিছু ঠিক ছিল। এই ম্যাচে কি ভুল ছিল এগুলো নিয়ে পরবর্তী ম্যাচে কিভাবে পরিকল্পনা করে এগোতে পারি সেটাই পরিকল্পনা থাকে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball