‘আফসোস আছে কিন্তু কথা বলতে চাই না’

ছবি: সংগৃহীত

|| ক্রিকেট করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||
‘বরিশালের বেঞ্চ দিয়ে অন্য দলের চেয়ে ভালো দল বানানো যাবে’
৩১ জানুয়ারি ২৫
তাইজুল ইসলামের সঙ্গে লড়াইয়ে জিতে বিশ্বকাপ খেলতে ভারতে গিয়েছিলেন নাসুম আহমেদ। তবে ৫০ ওভারের বিশ্বকাপে বলার মতো কিছুই করতে পারেননি বাঁহাতি এই স্পিনার। তিন ম্যাচ খেলা নাসুম উইকেট পেয়েছিলেন মাত্র একটি। সেই সঙ্গে দেদারছে রান বিলিয়েছেন অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে।
এমন পারফরম্যান্সের পর ওয়ানডে দলে নাসুম থাকবেন না এটা অনুমেয়ই ছিল, হয়েছেও তাই। নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দলে রাখা হয়নি নাসুমকে। বাঁহাতি এই স্পিনারের মতো নিউজিল্যান্ড সফরে নেই তাইজুলও। বাঁহাতি স্পিনার হিসেবে কে খেলবেন এমন লড়াইটা ছিল তাইজুল ও নাসুমের মাঝে। একজন না খেললে অন্যজন সুযোগ পাবেন এটাই তো হওয়ার কথা।

যেহেতু নাসুম নেই প্রক্রিয়া অনুসারে তাইজুলের যাওয়ার কথা ছিল নিউজিল্যান্ড। তবে এমন কিছুই হয়নি। বরং নিউজিল্যান্ড সফরে রাখা হয়নি তাদের দুজনের কাউকেই। বাঁহাতি স্পিনার হিসেবে ডাক পড়েছে তরুণ রাকিবুল হাসানের। গত কয়েক বছরের ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স বিবেচনা করে স্কোয়াডে নেয়া হয়েছে তাকে। অর্থাৎ নির্বাচকদের আলোচনায় ছিলেন না তাইজুল।
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
৭ ঘন্টা আগে
বাংলাদেশের টেস্ট দলের অবিচ্ছেদ্য অংশ, অথচ ৫০ ওভারের ক্রিকেটে সেভাবে সুযোগই মেলে না বাঁহাতি এই স্পিনারের। এমনকি বিবেচনাও করা হয় না তাকে। সুযোগ পেলে খুব যে খারাপ করেন ব্যাপারটা এরকম নয়। ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে ডাক পেয়ে প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর খেলা ৮ ম্যাচে তাইজুল নিয়েছেন ১৩ উইকেট।
এই সময়ে বাংলাদেশের স্পিনারদের মাঝে তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। তবুও ওয়ানডেতে সুযোগ পাচ্ছেন না তিনি। সুযোগ না পাওয়ায় আফসোস রয়েছে তাইজুলের। আফসোস থাকলেও ওয়ানডেতে ডাক না পাওয়া নিয়ে কোনো মন্তব্য করতে চান না বাঁহাতি এই স্পিনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে তাইজুল বলেন, ‘(ওয়ানডেতে সুযোগ নেই) আফসোস তো সবারই থাকে। আমারও আফসোস আছে। কাল তো দল দিয়েছে, হয়ত দেখেছেন। আমি এটা নিয়ে কথা বলতে চাই না।’