‘কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছি কিনা এটাই জরুরী’

ছবি: সংগৃহীত

|| ক্রিকেট করেসপন্ডেন্ট, সিলেট থেকে ||
‘বরিশালের বেঞ্চ দিয়ে অন্য দলের চেয়ে ভালো দল বানানো যাবে’
৩১ জানুয়ারি ২৫
‘সাকিব খেলুক আর না খেলুক, তাইজুল সবসময় বড় ভূমিকা পালন করে।’ তাইজুল ইসলামের বোলিংয়ের মূল্যায়ণ করতে গিয়ে এমনটা বলেছিলেন রঙ্গনা হেরাথ। দুদিন বাদে তাইজুল নিজে জানালেন, কারও থাকা কিংবা না থাকার উপর তার বোলিংয়ের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসে না। সেই সঙ্গে এটাও জানালেন, কেউ থাকুক আর না থাকুক, ভালো খেলছে কিনা এটা জরুরী।
ক্যারিয়ারের শুরুর দিকটায় মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাকদের সঙ্গে খেলেছেন সাকিব আল হাসান। তাদের বিদায়ের পর বাংলাদেশের বাঁহাতি স্পিনের দায়িত্বটা নিজেরই করে নিয়েছেন তিনি। মাঝে বেশ কয়েকজন এলেও সাকিবের সঙ্গে জুটি মেলাতে পারেননি তাইজুল ছাড়া কেউই। অনেকের ধারণা, ভালো বোলিং করলেও দলে সাকিব থাকায় সেভাবে আলোটা কাড়তে পারেন না তাইজুল।
সাকিব না থাকা ম্যাচেও তাইজুলকে নিয়ে যে খুব বেশি কথা হয় সেটা বলার সুযোগ নেই। সাকিব খেললেও বল হাতে নিয়মিতই পারফর্ম করে গেছেন বাঁহাতি এই স্পিনার। সাকিব খেলেছেন এমন ২৪ ম্যাচে তাইজুলের শিকার ৯৩ উইকেট। যেখানে তার গড় ৩২.১৬। এদিকে সাকিব না থাকলে স্পিন বিভাগের দায়িত্ব সামলাতে হয় তাইজুলকে। বলা যেতে পারে সাকিবের অনুপস্থিতিতে স্পিন আক্রমণের নেতা সে।

সাকিব খেলেননি এমন ম্যাচে তাইজুলের উইকেটের সংখ্যা তুলনা একটু বেশি। যেখানে ১৯ ম্যাচে ৩১ গড়ে তাইজুল নিয়েছেন ৯২ উইকেট। অর্থাৎ সাকিব না খেললে তাইজুলের উইকেট পাওয়ার অনুপাত খানিকটা বেশি। প্রমাণ দিয়েছেন সিলেট টেস্টেও। চোটের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলছেন না সাকিব।
‘আমি জানি না, ওরা কেন মাঠ থেকে অবসর নিতে চায় না’
১৩ মার্চ ২৫
অভিজ্ঞতার বিচারে নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজদের চেয়ে ঢের এগিয়ে তাইজুল। অনুমেয়ভাবেই স্পিন বিভাগের নেতা হয়ে খেলতে নেমেছেন। দুই ইনিংস মিলে এখন পর্যন্ত ৮ উইকেট নিয়ে নিজের কাজটাও ঠিকঠাক করেছেন বাঁহাতি এই স্পিনার। সাকিব থাকলে হয়ত তাইজুলের সঙ্গে কিউইদের গুড়িয়ে দিতেন তিনিও।
কিউইদের ধসিয়ে দেয়ার পর তাইজুলের কাছে জানতে চাওয়া হয়েছিল, সাকিব খেললে কিংবা না খেললে তার বোলিংয়ের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসে কিনা। এমন প্রশ্নের জবাবে তাইজুল বলেন, ‘আরেকজনেরটা তো আমি করতে পারব না। আরেকজন আবার আমারটা করতে পারবে না। আমি আমার পরিকল্পনাতেই থাকি। সাকিব ভাই থাকুক আর না থাকুক।’
সাকিব না থাকায় সিলেট টেস্টে তাইজুলের সঙ্গে খেলছেন মিরাজ ও নাঈম। যেখানে তাদের পরিকল্পনা কেউ রান আটকাবে আর কেউ উইকেটে নেবে। সেই সঙ্গে বাঁহাতি এই স্পিনার জানিয়েছেন, কে আছে বা কে নেই এসব না ভেবে তারা ভালো খেলছেন কিনা তাদের কাছে এটা মূখ্য।
তাইজুল বলেন, ‘আমার সাথে আরও স্পিনাররা আছে। গেম বাই গেম প্ল্যান এরকম হয়- কেউ উইকেট নিবে কেউ রান আটকে রাখবে। আমি রান আটকালে হয়ত মিরাজ বা নাঈম উইকেট পেত। যে থাকুক আর না থাকুক, আমরা ভালো খেলছি কি না এটাই জরুরী।’