বাবরকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার
১৩ মার্চ ২৫
অস্ট্রেলিয়ায় মাটিতে শেষ ২৮ বছরে টেস্টে কোনো ভালো স্মৃতি নেই পাকিস্তানের। এরপরও কিছুদিন আগে দলটির সাবেক অধিনায়ক বাবর আজম বলেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে দাপট দেখানোর সামর্থ্য আছে তাদের। অবশ্য দল না পারলেও বিগত কয়েক বছরে বাবর দাপট দেখিয়েছেন ঠিকই। ফলে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজে এই ব্যাটারকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অজি স্পিনার নাথান লায়ন।
শেষ ১৯৯৫ সালে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট ম্যাচ জিতেছিল পাকিস্তান। এরপর ১৪টি টেস্টে হারের মুখ দেখতে হয়েছে তাদের। এমনকি প্রথম দিকে অস্ট্রেলিয়ায় খেলা নিজের তিন ম্যাচে বাবর নিজেও ছিলেন ব্যর্থ। তবে শেষ সফরে এই ডানহাতি ব্যাটার পেয়েছেন সাফল্য। খেলেছেন ১০১ ও ৯৭ রানের ইনিংস। সবশেষ ঘরের মাঠে সিরিজেও বাবরও ছিলেন দুর্দান্ত।

গত বছর ঘরের মাঠে অজিদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলে পাকিস্তান। যেখানে ১-০ সিরিজ হারে পাকিস্তান। তবে করাচিতে বাবরের ১৯৬ রানের দারুণ ইনিংসে ভর করে ম্যাচ ড্র করেছিল পাকিস্তান। সব মিলিয়ে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ টেস্টে ৪৪.৩৮ গড়ে ৭৯৯ রান তুলেছেন এই পাকিস্তানি ব্যাটার। ফলে তাকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন লায়ন।
পাকিস্তান এভাবে খেললে দর্শক আগ্রহ হারিয়ে ফেলবে, দাবি ইমাদের
১২ ঘন্টা আগে
বাবরকে নিয়ে ইএসপিএনক্রিকইনফোকে লায়ন বলেন, 'প্রথমত, বাবরের বিপক্ষে খেলাটা দারুণ ব্যাপার। কিন্ত সে (আমাদের জন্য) বড় একটা চ্যালেঞ্জও। আমার চোখে সে বিশ্বের সেরা ব্যাটারদের একজন। বিশেষ করে স্পিনের বিপক্ষে সে দারুণ মানের একজন খেলোয়াড়। এমনকি আমার মনে হয়, সে সব ধরনের (স্পিন-পেস) বোলিংয়ের বিপক্ষেই ভালো খেলে।'
অবশ্য পাকিস্তানের দলে বাবর ছাড়াও আছেন ইমাম উল হক এবং আবদুল্লাহ শফিকের মত ব্যাটার। ফলে সম্প্রতি অজি ব্যাটার উসমান খাওয়াজা মন্তব্য করেছিলেন যে এটাই পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ। এমনকি লায়নও সেটাই মনে করেন। ফলে পারফরম্যান্স ও দলের এক নম্বর ব্যাটার হওয়ায় এই স্পিনারকে ভাবাচ্ছেন বাবর।
পাকিস্তানের এক নম্বর ব্যাটারকে নিয়ে লায়ন আরো বলেন, 'তাদের (পাকিস্তান) দলে বেশ কয়েকজন সুপারস্টার আছে। আর আমি যদি সুপারস্টারের কথা বলি, তাহলে আমার দৃষ্টিতে সে (বাবর) পাকিস্তান দলের এক নম্বর (সুপারস্টার)। সে গতবার এখানে যথেষ্ট ভালো খেলেছে। তাই নিশ্চিত ভাবেই সে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে।'