সৌম্যকে দলে নেয়ার কারণ জানালেন বাশার
.jpg)
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বিকল্প আছে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কেমন করবে আগে থেকে বলা মুশকিল’
৭ ঘন্টা আগে
চলতি বছর ইমার্জিং এশিয়া কাপে খেলেছিলেন সৌম্য সরকার। তবে বলার মতো কোনো পারফরম্যান্স করতে পারেননি। তারপরও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নেয়া হয়েছিল তাকে। দুই ম্যাচে খেললেও হতাশ করেছিলেন এই বাঁহাতি ব্যাটার।
প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও দ্বিতীয় ম্যাচে আউট হয়েছিলেন শূন্য রান করে। এরপর সৌম্যর দলে জায়গা পাওয়া নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। যদিও এই পেস বোলিং অলরাউন্ডারকে নিয়েই নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশের নির্বাচকরা। অনেকের আবার ধারণা প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহের প্রত্যক্ষ প্রভাবের কারণেই দলে সুযোগ পেয়েছেন সৌম্য।
নির্বাচক হাবিবুল বাশার অবশ্য বিষয়টি এড়িয়ে গিয়ে বলেছেন, 'আমার মনে হয়, কোচের ইনপুট নিয়ে খুব বেশি আলাপ হওয়া উচিত নয়। দল যখন হয়, সবার ইনপুট নিয়েই করা হয়। সবাই একমত যখন হয়, তখনই দলটা গড়া হয়। আমাদেরও কিছু পছন্দ থাকে, কোচেরও থাকে। এমন নয় যে একজন ক্রিকেটার শুধু একজনের পছন্দেই দলে আসে।'

সৌম্যকে নিয়ে নিজেদের ভাবনার কথা খোলাসা করে তিনি বলেন, 'এবার আসলে আমাদের কিছু ফোর্সফুল পরিবর্তন করতে হয়েছে। মাহমুদউল্লাহ নেই, সাকিব আল হাসানকে পাওয়া যাচ্ছে না, অভিজ্ঞ ক্রিকেটারের সংখ্যা আমাদের কমে গেছে। নিউজিল্যান্ড সফর আমাদের জন্য সবসময়ই একটু কঠিন হয়। সেখানে আমাদের সাধারণত অনেক ধুঁকতে হয়। সেখানে নতুন কাউকে দেখার থেকে আমাদের মনে হয়েছে, এমন কাউকে নেই যে এই কন্ডিশনে আগে খেলেছে।”
অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা
১১ মার্চ ২৫
অলরাউন্ডার হওয়ায় সৌম্য বাড়তি গুরুত্ব পেয়েছেন বলে জানালেন নির্বাচক। তার ভাষ্য, 'পাশাপাশি ওর একটু অলরাউন্ড সামর্থ্যও আছে। এই ভাবনা থেকে তাকে নেয়া হয়েছে। আর এবার প্রথম শ্রেণির ক্রিকেটে খুব ভালো পারফর্ম যে করেছে, তা নয়। তবে ৪৮ গড় খুব খারাপ নয়, যদিও এর কাছ থেকে আরও বেশি কিছু আশা করার থাকে। চিন্তা করা হয়েছে যে, যেহেতু এই কন্ডিশনে আগে খেলেছে ও পারফর্ম করেছে, অলরাউন্ড সামর্থ্যও আছে, সব মিলিয়ে নেওয়া হয়েছে।'
সৌম্য বাংলাদেশের হয়ে সর্বশেষ ১৬ ওয়ানডে ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি পেয়েছেন। ১৬ টি-টোয়েন্টি ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। ইমার্জিং এশিয়া কাপে ৩ ইনিংসে ব্যাট করে মোটে করেছিলেন ৯৫ রান। ঢাকা প্রিমিয়ার লিগে ১১ ইনিংসে ২৯৩ রান করলেও গড় ছিল মাত্র ১৬.৬৩। এর আগে বিপিএলে ১২ ম্যাচে একটি হাফ সেঞ্চুরি করেছিলেন সৌম্য। রান ছিল মাত্র ১৭৪।
বাশার স্বীকার করে নিয়েছেন পারফরম্যান্স নয় সৌম্যর অতীত এবং ভবিষ্যতের কথা ভেবেই তাকে দলে নেয়া হয়েছে। বিশেষ করে নিউজিল্যান্ডের কন্ডিশনে সৌম্যকে নিয়ে আশাবাদী নির্বাচক। এমনকি প্রথম শ্রেনির ক্রিকেটে তার পারফরম্যান্সও তাকে দলে নিতে বড় ভূমিকা রেখেছে বলে জানালেন বাশার।
'যদি কেউ পারফর্ম করে, তাহলে তাকে কিন্তু দলে নেওয়া হয়। তবে আমরা যখন দল করি, কিছু ব্যাপার বিবেচনায় আনি অবশ্যই। শুধু পারফরম্যান্স নয়, পারিপার্শ্বিকতা দেখতে হয় আমাদের, অতীত ও ভবিষ্যৎ ভাবতে হয়। সেক্ষেত্রে যারা একটু অভিজ্ঞ ক্রিকেটার, তারা মোটামুটি পারফর্ম করলে অন্যদের সুযোগ বেশি থাকে। কারণ আমাদের কাছে মনে হয়, একদম নতুন কাউক নেয়ার চেয়ে… সৌম্য একদমই খারাপ ফর্মে নেই। এবার প্রথম শ্রেণিতে ভালোই ব্যাটিং করেছে।'
বিষয়টি আরেকটু খোলাসা করে তিনি বলেন, 'যেটা বললাম, কিছু ফোর্সফুল পরিবর্তন আমাদের করতে হয়েছে। মাহমুদউল্লাহ নেই, সাকিব নেই। দুজন সিনিয়র ক্রিকেটার নেই। অন্য কোনো বিকল্পে তাকাতে হলে আমাদের নতুন কাউকে দেখতে হতো, যে ওই কন্ডিশনে কখনও খেলেনি।'