promotional_ad

টেস্ট খেলার আশা ছাড়েননি ম্যাক্সওয়েল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আমরা শুধু ম্যাক্সওয়েলের বিপক্ষে খেলছি না: শহীদি

২৮ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপে ২০১* রানের ইনিংস খেলার পথে গ্লেন ম্যাক্সওয়েল, ফাইল ফটো

সাদা বলের ক্রিকেটে রীতিমতো 'বিশেষজ্ঞ অলরাউন্ডার' বনে গেছেন গ্লেন ম্যাক্সওয়েল। অথচ অস্ট্রেলিয়ার হয়ে লাল বলের ক্রিকেটে একেবারেই দেখা যায় না তাকে। অজিদের হয়ে টেস্টে না খেললেও এই সংস্করণের ক্রিকেটের ওপর আগ্রহ রয়ে গেছে ম্যাক্সওয়েলের। সুযোগ পেলে টেস্টও খেলতে চান তিনি।


২০১৩ সালে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে অভিষেক হয় ম্যাক্সওয়েলের। সেই থেকে কেবলমাত্র সাতটি টেস্ট ম্যাচে খেলতে দেখা গেছে তাকে। শেষবার জাতীয় দলের হয়ে ২০১৭ সালে টেস্ট খেলেছেন এই অলরাউন্ডার।



promotional_ad

টেস্টে তার রেকর্ডও খুব বেশি সুবিধার নয়। সাত টেস্টে ২৬.০৭ গড়ে রান তুলেছেন ম্যাক্সওয়েল। আর ৪২.৬২ গড়ে নিয়েছেন আটটি উইকেট। এমন পারফরম্যান্সে টেস্ট দলে বরাবরই ব্রাত্য হন তিনি।


আরো পড়ুন

অলরাউন্ডার মার্শ এখন আইপিএলে শুধুই ব্যাটার

১৩ মার্চ ২৫
আইপিএলের গত মৌসুমে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন মিচেল মার্শ, ফাইল ছবি

এমনকি অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডেও খেলতে দেখা যায় না ম্যাক্সওয়েলকে। টেস্ট খেলার আগ্রহ জানিয়ে সম্প্রতি তিনি বলেন, 'টেস্ট ম্যাচ খেলার ব্যাপারে আমি আশা ছেড়ে দেইনি। আমি যেভাবে সাদা বলের ক্রিকেটে খেলছি, আমার মনে হয় আমাকে সময়ের ব্যাপারে আরও বেশি বাস্তববাদী হতে হবে।'


২০২৩ বিশ্বকাপে অসাধারণ সময় কেটেছে ম্যাক্সওয়েলের। আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জয় এনে দিয়ে অসাধারণ সব রেকর্ডও গড়েছেন তিনি। ফাইনালে ট্রাভিস হেডের সেঞ্চুরির ম্যাচে শেষদিকে নেমে দুই রানে অপরাজিত ছিলেন তিনি। ম্যাক্সওয়েলের কাছে সেই দুই রান যেন পুরো আসর থেকেই মূল্যবান।



তিনি আরও বলেন, 'ফাইনাল ম্যাচে করা সেই দুই রান অসাধারণ ছিল। আমি মনে করি কোনোকিছুই এটার উপরে যেতে পারে না । এমনকি পুরো টুর্নামেন্টে কিছু কিছু মুহূর্ত ছিল, কিন্তু ফাইনালে.. সেটার উপরে আসলে কিছুই যেতে পারে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball