টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন থেকে সরে দাঁড়ালো ডমিনিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ডমিনিকা। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে ক্যারিবীয় অঞ্চলের এই দ্বীপরাষ্ট্রের সরকার। টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলন এবং ম্যাচের ভেন্যুর কাজ শেষ করতে পারবে না বলেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
আগামী বছরের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র এবং ক্যারিবীয় অঞ্চলের ৭টি দেশ মিলে আয়োজন করার কথা আইসিসির এই আসরটির। ওয়েস্ট ইন্ডিজের বাইরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, নিউইয়র্ক ও টেক্সাসে আয়োজিত হওয়ার কথা ছিল সামনের টি-টোয়েন্টি বিশ্বকাপটি।

কিন্তু আসর শুরুর ছয় মাস আগে ডমিনিকার ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, সকলের স্বার্থে তারা তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে। তারা আরও বলেছে, ‘ঠিকাদারেরা কাজ শেষ করার যে সীমারেখা দিয়েছেন, তাতে বোঝা যায়, টুর্নামেন্ট শুরুর আগে বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাজ শেষ হবে না। এ কারণে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ আয়োজন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডমিনিকা সরকারের জন্য তিনটি ম্যাচ আয়োজন করা বিচক্ষণসুলভ কাজ হবে না।’
এদিকে ডমিনিকার সিদ্ধান্ত সহজেই মেনে নিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজে (সিডব্লিউআই)। তারা তাদের বিবৃতিতে বলেছে, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজনের চেষ্টায় ডমিনিকার নিবেদন আমরা দেখেছি। ব্যাপারটি স্বীকার করে নিয়েই জানানো হচ্ছে সিদ্ধান্তের পেছনে কারণটা বোধগম্য।’
সিডব্লিউআই আরও জানায়, ডমিনিকা সরে দাঁড়ানোয় আইসিসির সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে কাজ করছে তারা। দ্রুতই তারা তাদের পরিকল্পনা জানিয়ে দিতে চায় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
সবকিছু ঠিকভাবে এগিয়ে যেতে থাকলে এবার প্রথমবারের মতো ২০টি দল নিয়ে আয়োজিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টেস্ট খেলুড়ে দল জিম্বাবুয়েকে বিদায় করে গতকাল প্রথমবারের মতো এই আসরে খেলা নিশ্চিত করেছে উগান্ডা। এর আগে নামিবিয়াও এই আসরে খেলার যোগ্যতা অর্জন করে।