আন্তর্জাতিক ক্রিকেট থেকে ডাওরিচের আচমকা অবসর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বরুণ-নোমানকে পেছনে ফেলে মাসসেরা ওয়ারিক্যান
১১ ফেব্রুয়ারি ২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি শেষে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ডাক পেয়েছিলেন শেন ডাওরিচ। যদিও মাঠে আর নামা হলো না তার। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসরে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ডাওরিচের আচমকা অবসরে হতভম্ব দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য এই উইকেটরক্ষকের বদলি হিসেবে নতুন কাউকে দলে না ভেড়ানোর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কর্তৃপক্ষ।

ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ডাওরিচ শেষবার খেলেন ২০২০ সালের ডিসেম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে দেখা যায় তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে তার শেষ ম্যাচ সেটিই হয়ে থাকল।
আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল একটি ওয়ানডে খেলেছেন ডাওরিচ। ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের খেলা একমাত্র ম্যাচটি ছিল ২০১৯ সালে। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। এরপর ওয়ানডে ম্যাচে জাতীয় দলে আর খেলতে পারেননি তিনি।
ঘরোয়া ক্রিকেটে অবশ্য নিয়মিতই দেখা গেছে ডাওরিচকে। এমনকি পারফরম্যান্সও করেছেন দারুণভাবে। তাই আবার ওয়ানডে দলে ডাক পান ডাওরিচ। সুপার ৫০ কাপে পাঁচ ইনিংসে ৭৮ গড়ে ২৩৪ রান আসে তার ব্যাটে।
দেশের হয়ে একটি ওয়ানডে খেললেও টেস্ট ক্রিকেটে বেশ নিয়মিত ছিলেন ডাওরিচ। ২০১৫ সালে অভিষেকের পর সাদা পোশাকে ৩৫টি টেস্ট খেলেন তিনি। তিন সেঞ্চুরিসহ ২৯.০৭ গড়ে এক হাজার ৫৭০ রান করেন তিনি। সঙ্গে গ্লাভস হাতে করেন ৯০টি ডিসমিসাল।