promotional_ad

ফিরলেন স্যামসন, ওয়ানডে দল থেকে বাদ সূর্যকুমার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৪ মাসের জন্য ছিটকে গেলেন উড

১৩ মার্চ ২৫
ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ মিস করতে পারেন মার্ক উড, ফাইল ছবি

বিশ্বকাপের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছিল রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। দলে ছিলেন না নিয়মিত আরও বেশ কয়েকজন ক্রিকেটার। আসন্ন সাউথ আফ্রিকা সফরে টি-টোয়েন্টি ও ওয়েনডেতে তাদের বিশ্রামে রাখা হয়েছে।


আসন্ন এই সফরে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। আর টি-টোয়েন্টির নেতৃত্বভার দেয়া হয়েছে সূর্যকুমার যাদবকে। যদিও টেস্ট সিরিজে ফিরে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিতই। তবে টেস্ট দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ব্যাটার চেতেশ্বর পূজারা এবং অজিঙ্কা রাহানেকে।


সাদা পোশাকের দলে রাখা হয়েছে ইয়াসভি জায়সাওয়াল, রুতুরাজ গায়কোয়াড়, প্রসিধ কৃষ্ণা ও মুকেশ কুমারকে। এর বাইরে নিয়িমিত ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি ও জসপ্রিত বুমরাহরা তো আছেনই।



promotional_ad

ভারতের ওয়ানডে দলে সবচেয়ে বড় চমক সাঞ্জু স্যামসন। এদিকে বিশ্বকাপে ব্যর্থতার পর ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন সূর্যকুমার যাদব। দীর্ঘদিন ব্রাত্য থাকার পর আবারও ভারতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার। আগামী ১০ ডিসেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে শুরু হবে দুদলের লড়াই।


আরো পড়ুন

পিএসএলকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে আইপিএলে খেলবেন বশ

৮ মার্চ ২৫
এমআই কেপ টাউনের জার্সিতে কর্বিন বশ

এরপর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ভারতীয়রা। সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৩ জানুয়ারি থেকে শুরু হবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কেপ টাউনে নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে।


টেস্ট স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ইয়াসভি জায়সাওয়াল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), ও প্রসিধ কৃষ্ণা।


ওয়ানডে স্কোয়াড- রুতুরাজ গায়কওয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান, আর্শদীপ সিং ও দীপক চাহার।



টি-টোয়েন্টির স্কোয়াড : ইয়াসভি জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কওয়াড়, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দার, রবি বিষ্ণই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও দীপক চাহার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball