promotional_ad

বাংলাদেশে নেই হাথুরুসিংহে

সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বিশ্বকাপের ব্যর্থতা শেষে ১২ নভেম্বর দেশে ফেরে বাংলাদেশ দল। তবে কোচিং স্টাফদের বড় অংশ ভারত থেকে থেকেই যাঁর যাঁর দেশে ফিরে গেলেও ব্যতিক্রম ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। দলের সঙ্গে এই লঙ্কান বাংলাদেশে এলেও গেল পরশু তিনিও ফিরে গিয়েছেন অস্ট্রেলিয়ায়।


বাংলাদেশে পা রেখে প্রায় ৪দিনের মত অবস্থান করেছেন হাথুরুসিংহে। মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের সঙ্গে একদফা বৈঠকও করেন তিনি। এমনও গুঞ্জন ছিল, চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষ রাউন্ড দেখতে যাবেন এই লঙ্কান।


চট্টগ্রামে এনসিএলের প্রথম দিনের ম্যাচ দেখবেন, এরপর যেতে পারেন কক্সবাজারও ম্যাচ দেখতে যাবেন হাথুরুসিংহে। তবে সব গুঞ্জন উড়িয়ে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিমান ধরেছেন এই লঙ্কান। তবে নিউজিল্যান্ড সিরিজের জন্য ২১ নভেম্বর বাংলাদেশে ফেরার কথা তার।  



promotional_ad

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন। জালাল ইউনুস বলেন, 'হাথুরুসিংহে দলের সঙ্গে এসেছিল, কয়েকদিন থেকে পরশু সে অস্ট্রেলিয়া ফিরে গিয়েছে। ছুটি শেষে ২১ নভেম্বর আবারও সে বাংলাদেশে ফিরবে।'


বিশ্বকাপে দলের ব্যর্থতায় বিসিবির সঙ্গে বিচ্ছেদ হচ্ছে কোচিং স্টাফের অনেকের। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড বিদায় বিয়েছেন। বাংলাদেশের চাকরি শেষ করে নিজ দেশ ভারতেই থেকে গিয়েছেন পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখর।


বিশ্বকাপের জন্য নিয়োগ পাওয়া শ্রীধরন শ্রীরামের সঙ্গে নতুন করে চুক্তি করা হবে কিনা জানা যায়নি। তা ছাড়া চলতি মাসেই শেষ হচ্ছে স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের চুক্তিও। তার জায়গায় নিউজিল্যান্ড সিরিজে কাজ করবেন সোহেল ইসলাম। 


নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজ শুরু হবে ২৮ নভেম্বর থেকে। প্রথম টেস্ট হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ৬ থেকে ১০ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিপক্ষীয় এ সিরিজে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন এইচপির দু’জন কোচ ডেভিড হেম ও পেস বোলিং কোচ করি কলিমোর।



হেম মূলত ব্যাটিং বিশেষজ্ঞ। তিনি কার বদলি হিসেবে কাজ করবেন, সেটা নিশ্চিত করা না গেলেও কলিমোরকে ডোনাল্ডের জায়গায় নেওয়া হচ্ছে। দ্বিপক্ষীয় সিরিজ শেষ হলে বাকি কোচিং স্টাফ নিয়োগ দেবে বিসিবি। ভেতরে ভেতরে কোচ খোঁজার কাজ চলছে পুরোদমে। বিসিবির হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ভালো মানের কোচের খোঁজ করছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball