বিশ্বকাপের পর আমার কাজ শুরু হবে: হাথুরুসিংহে

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
২০ ঘন্টা আগে
বিশ্বকাপে রীতিমতো ভরাডুবিই হয়েছে বাংলাদেশের। একটানা ছয়টি ম্যাচ হেরে সেমিফাইনালের দৌড় থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। দলের অন্যান্য ক্রিকেটারদের মতো চরম এই ব্যর্থতার দায় নিচ্ছেন চান্ডিকা হাথুরুসিংহে নিজেও। যদিও তার মূল কাজ শুরু হবে বিশ্বকাপের পর, এমনটাই মনে করছেন বাংলাদেশের এই কোচ।
বুক ভরা আশা নিয়েই বিশ্বকাপ খেলতে ভারত যায় বাংলাদেশ। দলের প্রত্যাশা ছিল অন্ততপক্ষে সেমিফাইনাল পর্যন্ত খেলা। আফগানিস্তানকে হারিয়ে শুভসূচনাও করে সাকিব আল হাসানের দল। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস এবং পাকিস্তানের কাছে হারে বাংলাদেশ।

টানা এতগুলো হারের কারণে বাংলাদেশ শুধু এবারের বিশ্বকাপ থেকেই ছিটকে যায়নি, দলটির চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। হারের দায়ভার নিলেও, হাথুরুসিংহের চোখ সামনে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের কোচ বলেছেন এমনটাই।
হাথুরুসিংহে বলেন, 'মাত্র সাত মাস হয়েছে দায়িত্ব নিয়েছি। সাত মাসে আমার খুব বেশি কিছু করার ছিল না। আমি যেটা করেছি সেটা হলো, দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজটা শুরু হবে বিশ্বকাপের পর।’ হাথুরুসিংহের মতে, বিশ্বকাপের প্রস্তুতি আলাদাভাবে নিতে হয়। এরপর দলকে সামনে নিয়ে যেতে হয়, যা ভিন্ন ধরনের চ্যালেঞ্জ।'
যারপরনাই হারের দায়ভার নিজ কাঁধে নিচ্ছেন হাথুরুসিংহে। বাংলাদেশ দল সেরা ক্রিকেট খেলতে পারেনি, এটাও স্বীকার করে নিয়েছেন তিনি। তবে ব্যর্থতা পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান তিনি। অবশ্য এমন ব্যর্থতার পর কোচ হিসেবে থাকবেন কিনা, সেটাই জানা নেই হাথুরুসিংহের।
তিনি বলেন, 'দলের অন্য সবার মতো আমিও দায়ভার নিচ্ছি। কারণ আমরা সমর্থকদের হতাশ করেছি এবং আমরা নিজেদেরও হতাশ করেছি। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে পারিনি। কিন্তু আপনি দেখুন প্রথম খেলা থেকে এখন পর্যন্ত কোনোকিছুই বদলায়নি। আমাদের স্কিল কোথাও যায়নি শুধু আমাদের নিয়ে মানুষের ধারণা বদলে গেছে। আমরা আসলে অতি প্রত্যাশার কাছে নিজেদের ডুবিয়েছি। আমরা শুধু এটা নিয়ে ভাবতে পারি।'
'আপনি ঠিকই বলেছেন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেট খেলতে পারিনি। আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখা উচিত কোথায় ভুল হয়েছে। আমি কোচ হিসেবে থাকছি কিনা সেটা আমার ওপরে নেই। এটা বোর্ড সিদ্ধান্ত নেবে।'