promotional_ad

দিল্লির বায়ুদূষণে বাংলাদেশের পর শ্রীলঙ্কার অনুশীলন বাতিল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দিল্লির বায়ুদূষণ এখন চরমে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী দিল্লির বায়ু বেশ বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বাংলাদেশ বেলা সাড়ে চারটায় একিআই রেকর্ড অনুযায়ী দিল্লির বায়ুর দূষণ রেট ৫৪৭। যা মানবদেহের জন্য খুবই ক্ষতিকর।


শুক্রবার বায়ুদূষণের কারণে বাংলাদেশ দল নিজেদের প্রস্তুতি বাতিল করেছিল। শনিবার বাজে আবহাওয়ার কারণে অনুশীলন বাতিল করতে বাধ্য হয়েছে শ্রীলঙ্কাও। দুই দলই সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে একে অপরের বিপক্ষে লড়বে।



promotional_ad

এ প্রসঙ্গে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে আইসিসির এক মুখপাত্র বলেছেন, 'আইসিসি এবং আয়োজক বিসিইসআই সব অংশগ্রহণকারীদেরই সমানভাবে দেখছে এবং তারা দিল্লির বায়ুদূষণ পর্যবেক্ষণ করছে। পরিস্থিতি সামলাতে আমরা বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছি।'


ক্রিকইনফোর পক্ষ থেকে জানানো হয়েছে ম্যাচের দিন দিল্লির বায়ুদূষণ কোন পর্যায়ে থাকে তা ম্যাচ অফিসিয়ালসরা পর্যবেক্ষণ করবেন এবং পরিবেশ ম্যাচ খেলার জন্য উপযুক্ত থাকে কিনা এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখবেন।


দিল্লির বায়ুদূষণ নিয়ে চিন্তায় আছে বাংলাদেশ দলও। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন বাজে আবহাওয়ার কারণে তারা অনুশীলনের সুযোগ নিতে পারেননি। দুদিন আরও অনুশীলন রয়েছে বাংলাদেশ দলের। বায়ুদূষণের কারণে দলের কারো অসুস্থতা কাম্য নয় বলেই জানিয়েছেন তিনি।



সুজন বলেছেন, ‘আবহাওয়ার বিষয়টি উদ্বেগজনক। আমাদের আরও অনুশীলন সেশন রয়েছে। অনেকেরই কালকের আবহাওয়ায় বের হয়ে একটু কাঁশির সমস্যা হচ্ছে। এজন্য রিক্স ফ্যাক্টর তো থাকছেই। শরীর যেন আবার খারাপ না হয়ে যায়।'


'জানি না এটা আসলে বেটার হবে কিনা। যদি হয় তো খুব ভালো। না হলে মানিয়ে নিতেই হবে। কালকে অনুশীলন আমাদের করতেই হবে। যেহেতু ৬ তারিখ ম্যাচ। দুইটা দিন আমাদের হাতে থাকবে। এটাই চাই যে, ছেলেরা পুরোপুরি ফিট থাকুক। পরের ম্যাচটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball