ইংল্যান্ডের বিপক্ষে ফিরছেন শাদাব

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে
৬ ঘন্টা আগে
সাউথ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বেকায়দায় পড়ে গিয়েছিলেন শাদাব খান। এরপর তিনি মাথায় আঘাত পান গুরুতর। মূলত বল ফেরাতে গিয়ে মাথায় আঘাত পেয়েছিলেন তিনি। এর ফলে দ্রুতই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল তাকে।
এই চোটের কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি এই স্পিন বোলিং অলরাউন্ডার। তার পরিবর্তে পাকিস্তান খেলাচ্ছে আরেক স্পিনার উসামা মীরকে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে আবারও মাঠে দেখা যেতে পারে শাদাবকে।

পিসিবি এক বিবৃতিতে শাদাবের শারীরিক অবস্থার কথা জানিয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে না পাওয়া গেলেও তাকে ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পেতে মরিয়া পাকিস্তান দলের ম্যানেজমেন্ট।
এ প্রসঙ্গে পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'সে গতকাল হালকা অনুশীলন করেছে। তার এখনও কিছু উপসর্গ রয়েছে এ কারনে সে এই ম্যাচে (নিউজিল্যান্ডের বিপক্ষে) খেলতে পারছে না। পাকিস্তানের গ্রুপ পর্বের শেষ ম্যাচে কলকাতায় ইংল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা রয়েছে।'
আগামী ১১ নভেম্বর পাকিস্তান মুখোমুখি হবে ইংল্যান্ডের। কাগজে কলমে এখনও পাকিস্তানের সেমিফাইনালে খেলার আশা টিকে আছে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে চলা ম্যাচটিতে না জিতলে আগেভাগেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে বাবর আজমের দলের।
আর এই ম্যাচে জিতলে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি হবে পাকিস্তানের বাঁচা মরার ম্যাচ। মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে শাদাবকে নিয়েই মাঠে নামতে চাইবে পাকিস্তান। অবশ্য এই ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে এই অলরাউন্ডারকে।