promotional_ad

২১ রানের জয়ে সেমি ফাইনালের আশা বেঁচে রইল পাকিস্তানের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

অশ্বিনের চোখে বরুণই ছিলেন টুর্নামেন্ট সেরা

১১ মার্চ ২৫
বরুণ চক্রবর্তী, আইসিসি

বাঁচা মরার ম্যাচে নিউজিল্যান্ডকে বৃষ্টি আইনে ২১ রানে হারিয়েছে পাকিস্তান। এই ম্যাচে আগে ব্যাট করে ৪০১ রানের লক্ষ্য বেধে দিয়েছিল কিউইরা। যদিও বৃষ্টির কারণে এই ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪১ ওভারে। ফলে পাকিস্তানের পরিবর্তিত লক্ষ্য দাঁড়িয়েছিল ৩৪২।


দ্বিতীয় দফা বৃষ্টির কারণে ১ উইকেটে ২০০ রান করার পর পাকিস্তান আর ব্যাটিংয়েই নামতে পারেনি। সেই সময় পাকিস্তান ২১ রানে এগিয়ে ছিল। বড় লক্ষ্যে খেলতে নেমে মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন আব্দুল্লাহ শফিক। তবে বাবর আজম ও ফখর জামান মিলে পাকিস্তানকে জয়ের পথেই রেখেছিলেন।


বিশেষ করে ফখরের আক্রমণাত্মক ব্যাটিং পাকিস্তানকে এগিয়ে রেখেছিল কিউইদের চেয়ে। এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮১ বলে ১২৬ রান করে। অন্যদিকে বাবর আজম অপরাজিত ছিলেন ৬৩ বলে ৬৬ রান করে। এই জয়ের ফলে সেমি ফাইনালের আশা অনেকাংশেই টিকে রইল পাকিস্তানের।



promotional_ad

এর আগে টস হেরে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডকে প্রত্যাশিত শুরুই এনে দেন ডেভন কনওয়ে এবং রাচিন। পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে যোগ করেন ৬৬ রান। তবে পাওয়ার প্লে শেষ হওয়ার পরই উইকেট হারায় কিউইরা। পাকিস্তানকে উইকেট এনে দেন হাসান আলী। ডানহাতি এই পেসারের বাউন্সারে হুক করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন কনওয়ে। বাঁহাতি এই ওপেনার ফিরেছেন ৩৫ রানের ইনিংসে খেলে।


আরো পড়ুন

ভারতের সুবিধা নয়, ফাইনালে নিয়ে ভাবছেন উইলিয়ামসন

৬ মার্চ ২৫
অনুশীলনে কেন উইলিয়ামসন, আইসিসি

কনওয়েকে ফিরিয়ে নিজের শততম ওয়ানডে উইকেট তুলে নেন হাসান। তিনে নেমে রাচিনকে সঙ্গে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন উইলিয়ামসন। পুরো বিশ্বকাপ জুড়েই দারুণ ছন্দে আছেন রাচিন। বাঁহাতি এই ব্যাটার হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এদিনও। চোট কাটিয়ে ফিরে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন উইলিয়ামসনও। বাংলাদেশের বিপক্ষে খেলা ম্যাচে চোট পেয়ে মাঠের বাইরে ছিলেন তিনি।


পাকিস্তানের বিপক্ষে ফিরে ৪৯ বলে পঞ্চাশ ছুঁয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তারা দুজনে মিলে দ্রুত রান তুলতে থাকেন। এদিকে হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরিও তুলে নিয়েছেন রাচিন। এবারের বিশ্বকাপে এটি তার তৃতীয় সেঞ্চুরি। ২৫ বছর পেরোনোর আগে একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপে তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছেন রাচিন। যেখানে ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকারকে।


শুধু তাই নয় বিশ্বকাপের এক আসরে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তরুণ এই ব্যাটার। পেছনে ফেলেছেন উইলিয়ামসন, মার্টিন গাপটিলদের। এদিকে ২৫ বছর হওয়ার আগে এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের তালিকায় শচীনের ৫২৩ রান ছুঁয়েছেন তিনি। এদিকে অভিষেক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হতে মাত্র ১১ রান দূরে আছেন রাচিন। তাতে করে পেছনে ফেলবেন জনি বেয়ারস্টোকে।



রাচিন সেঞ্চুরি করলেও দারুণ ব্যাটিং করা উইলিয়ামসন সেঞ্চুরি মিস করেছেন। ইফতিখার আহমেদের বলে ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। ফখর দারুণ এক ক্যাচ ‍লুফে নিলে অভিজ্ঞ এই ব্যাটারকে ফিরতে হয়েছে ৯৫ রানের ইনিংস খেলে। তবে এদিন স্টিফেন ফ্লেমিংকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন তিনি।


উইলিয়ামসনের বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি রাচিন। মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে মিড উইকেটের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাউদ শাকিলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০৮ রান করা বাঁহাতি এই ওপেনার। তারা দুজনের ফেরার পর ব্যাট হাতে ঝড় তুলেছেন ৩৯ রান করা চ্যাপম্যান, ৪১ রান করা ফিলিপস এবং ২৬ রান করা মিচেল স্যান্টনার। পাকিস্তানের হয়ে তিন উইকেট নিয়েছেন ওয়াসিম জুনিয়র। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball