৫ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
পরের প্রজন্মের জন্য ট্রফি জিততে চান মিরাজ
২০ ঘন্টা আগে
পাকিস্তানের স্পিন জালে ফেঁসে গিয়ে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। মিরপুরের মন্থর উইকেটে খেলা হলেও সেই রানে জয় তুলে নিতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সাদিয়া ইকবাল, উম্মে হানিদের সঙ্গে দারুণ বোলিংয়ে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেছেন নিদা। নাহিদা আক্তার ৩ উইকেট নিলেও সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে।
মিরপুরে জয়ের জন্য ৮২ রান তাড়া করতে নেমে পাকিস্তানকে ভালো শুরু এনে দিতে পারেননি সিদরা আমিন ও সাদাফ শামাস। স্বর্ণা আক্তারের দারুণ থ্রোতে রান আউট হয়ে ফিরেছেন ৭ রান করা সাদাফ। আরেক ওপেনার সিদরাও বেশিক্ষণ টিকতে পারেননি।
নাহিদা আক্তারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেছেন ৭ রান করা এই ব্যাটার। তিনে নামা বিসমাহ মারুফও সুবিধা করতে পারেননি। পাকিস্তানের সাবেক অধিনায়ক প্যাভিলিয়নের পথে হেঁটেছেন নাহিদার বলে লেগ বিফোর উইকেট হয়ে। বিসমাহর ব্যাট থেকে এসেছে ৩ রান।

এরপর জুটি গড়ার চেষ্টা করেছিলেন মুনিবা আলী এবং অধিনায়ক নিদা রশিদ। যদিও পাকিস্তানের অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি ৬ রান করা মুনিবা। ফাহিমা খাতুনের বলে বোল্ড হয়ে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। আলিয়া রিয়াজকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান নিদা।
৯১ রানে অলআউট পাকিস্তান, নিউজিল্যান্ড জিতল ১০ ওভারে
৬ ঘন্টা আগে
তারা দুজনে মিলে যোগ করেন ২৮ রান। শেষ দিকে আলিয়াকে ফিরিয়েছেন নাহিদা। তার ব্যাট থেকে এসেছে ১৬ রান। তবে শেষ পর্যন্ত ৩৫ রানে অপরাজিত থেকে পাকিস্তানের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন নিদা। অপরপ্রান্তে থাকা নাজিহা আলভি ৩ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন নাহিদা।
এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। শামীমা সুলতানা ও ফারজানা হকের ১৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাদিয়া ইকবাল। বাঁহাতি এই স্পিনারের বলে উম্মে হানির হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৬ রান করা শামীমা। পরের বলে আউট হয়েছেন সোবহানা মোস্তারি।
সাদিয়ার বলে বোল্ড হয়ে ফিরেছেন রানের খাতা খুলতে না পারা এই ব্যাটার। আরেক ওপেনার ফারজানাকেও সাজঘরে পাঠিয়েছেন সাদিয়া। বাঁহাতি এই স্পিনারের বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েছেন ৮ রান করা এই ব্যাটার। জ্যোতি বেশ কিছুক্ষণ টিকে থাকলেও বড় ইনিংস খেলতে পারেননি।
নিদা রশিদের বলে বোল্ড হয়ে ফিরেছেন ১৩ রান করা বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশের রান খানিকটা বাড়িয়েছেন ১৮ রান করা ফাহিমা খাতুন ও রিতু মনি। যদিও ৮১ রানের বেশি পুঁজি পায়নি স্বাগতিকরা। পাকিস্তানের হয়ে সাদিয়া চারটি, হানি এবং নিদা নিয়েছেন তিনটি করে উইকেট।