‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার সত্যিকারের অঘটন’

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় দলের ছায়া কোচিং প্যানেল চান সুজন
১২ ঘন্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের টানা ছয় ম্যাচে হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল। অথচ টাইগারদের কাছে হারা আফগানরা চার জয়ে সেমিফাইনালের স্বপ্ন বুনছে। বাংলাদেশের বিপক্ষে দারুণ ছন্দে থাকা আফগানিস্তানের হারকে তাই এবারের বিশ্বকাপের সত্যিকারের অঘটন বলছেন আকাশ চোপড়া।
ভারত বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। যেখানে সবচেয়ে বড় অঘটন উড়তে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে নেদারল্যান্ডসের জয়। বাংলাদেশের বিপক্ষে ডাচদের জয়কেও অঘটন হিসেবে আখ্যা দেয়া যেতে পারে। এদিকে আফগানিস্তান চমকে দিয়েছে ইংল্যান্ডকে।
শুধু জস বাটলারদের নয় আফগানদের জয় আছে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবে খেলতে আসা পাকিস্তানের বিপক্ষে। পয়েন্ট আদায় করে নিয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ থেকেও। সাত ম্যাচ খেলা আফগানদের পয়েন্ট এখন ৮। অথচ তারাই কিনা বাংলাদেশের বিপক্ষে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল।

হাশমতউল্লাহ শাহিদীর দলকে হারানো বাংলাদেশ নিজেদের সবশেষ ছয় ম্যাচের ছয়টিতেই হেরেছে। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান নয় নম্বরে। টাইগারদের কাছে সেদিন না হারলে ১০ পয়েন্ট নিয়ে সেরা চারে অনায়াসেই থাকতে পারতো আফগানিস্তান। একারণে বাংলাদেশের কাছে আফগানদের হারকে অঘটন হিসেবে দেখছেন আকাশ চোপড়া।
নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে ভারতের সাবেক ক্রিকেটার লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়।’
The real upset of this #CWC23 was Afghanistan losing to Bangladesh…that turns out to be the only win for B’desh in the tournament. If Afghanistan started the tournament strongly, they would’ve been sitting pretty in the top-4 tonight. #AfgvNed
— Aakash Chopra (@cricketaakash) November 3, 2023
৮ পয়েন্ট নিয়ে বর্তমানে পাঁচ নম্বরে আছে আফগানিস্তান। যেখানে তাদের উপরে আছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ভারত। রোহিত শর্মার দল বাদে এখনও কারও সেরা চার নিশ্চিত নয়। শেষ তিনটি জায়গার জন্য এখন লড়াই চলছে আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যে।
বাংলাদেশকে যদি প্রথম ম্যাচে হারাতে পারতো তাহলে ১০ পয়েন্ট নিয়ে তিনে থাকত আফগানিস্তান। তাতে করে সেমিফাইনালে যাওয়ার পথ আরও খানিকটা সহজ হতো তাদের জন্য। আকাশ চোপড়া মনে করেন, টাইগারদের হারাতে পারলে ডাচদের বিপক্ষে জয় পাওয়ার পরই সেরা চারে চলে যেতো আফগানিস্তান। আকাশ বলেন, ‘যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেত।’