ডাচ বাধা টপকে পয়েন্ট টেবিলে পাঁচে আফগানিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
সাউথ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপে চমক দেখিয়েছিল নেদারল্যান্ডস। যদিও আফগানিস্তানের বিপক্ষে লড়াই করতেই ব্যর্থ হয়েছে দলটি। আগে ব্যাট করে মাত্র ১৭৯ রানে অল আউট হয়েছে ডাচরা। জবাবে খেলতে নেমে ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে আফগানিস্তান।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে হাসমতউল্লাহ শহীদির দল। লক্ষ্য ছোটো হলেও ভালো শুরু পায়নি আফগানরা। তারা দলীয় ২৭ রানেই হারায় রহমানউল্লাহ গুরবাজের উইকেট। ভ্যান বিকের লেংথ ডেলিভারিতে পুল করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১০ রান করা গুরবাজ।

আরেক ওপেনার ইব্রাহীম জাদরানও বেশিক্ষণ থিতু হতে পারেননি। তিনি আউট হয়েছেন ভ্যান ডার মারউইয়ের বলে বোল্ড হয়ে। ২০ রান করা ইব্রাহীম ফ্লাইটেড ডেলিভারিতে ইন সাইড এজ হয়ে বোল্ড হন। তৃতীয় উইকেটে রহমত শাহ ও হাসমতউল্লাহ শহীদি যোগ করেন ৭৪ রান।
এই জুটিতেই আফগানিস্তানের জয়ের পথটা সহজ হয়ে যায়। রহমত আউট হয়েছেন হাফ সেঞ্চুরি করে ৫২ রানে। তাকে কট অ্যান্ড বোল্ড করে ফিরিয়েছেন জুলফিকার সাকিব। এই ডাচ স্পিনারের টসড আপ ডেলিভারিতে বিভ্রান্ত হয়ে বোলারের হাতেই ক্যাচ তুলে দেন এই অভিজ্ঞ আফগান ব্যাটার। বাকি সময়টা দেখেশুনে খেলে আফগানিস্তানের জয় নিশ্চিত করেন শহীদি ও আজমতউল্লাহ ওমরজাই।
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দলটি। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি তারা। দলীয় ৩ রানেই তারা ওয়েসলি বারেসির উইকেট হারায়। দ্বিতীয় উইকেটে ম্যাক্স ও'দাউদকে নিয়ে ৭০ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান।
ও'দাউদ আউট হয়েছেন ৪২ রান করে। ২৯ রান এসেছে অ্যাকারম্যানের ব্যাট থেকে। এরপর সাইব্র্যান্ড এঞ্জেলব্রিচ একাই টেনেছেন ডাচদের ইনিংস। তিনি খেলেছেন সর্বোচ্চ ৮৬ বলে ৫৮ রানের ইনিংস। শেষদিকের ব্যাটারদের মধ্যে ভ্যান ডার মারুই ১১ ও ভ্যান মিকরিন ১০ রান করেছেন।
আরিয়ান দত্ত অপরাজিত ছিলেন ১০ রান করে। বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ডাচদের চার ব্যাটার ফিরেছেন রান আউট হয়ে। এ ছাড়া মোহাম্মদ নবি ৩টি, নূর আহমেদ দুটি ও মুজিব উর রহমান একটি উইকেট নেন।