আইএল টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচে গালফ জায়ান্টসের প্রতিপক্ষ শারজাহ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাওয়েল-রাজার ঝড়ে আইএল টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস
১০ ফেব্রুয়ারি ২৫
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টির পর্দা উঠছে আগামী ১৯ জানুয়ারি থেকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালফ জায়ান্টস। শারজাহতে তাদের বিপক্ষে মাঠে নামবে শারজাহ ওয়ারিয়র্স।
টুর্নামেন্ট জুড়ে মোট ৩৪টি ম্যাচ হবে। এর মধ্যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আয়োজন করা হবে ১৫টি ম্যাচ। এর মধ্যে রয়েছে ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচটিও। এর বাইরে আবুধাবিতে ১১টি ও শারজাহতে হবে বাকি ৮টি ম্যাচ।

টুর্নামেন্টে অংশ নেয়া ছয়টি দল ভাগাভাগি করে তিনটি ভেন্যুকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে। এর মধ্যে দুবাই স্টেডিয়ামকে ঘরের মাঠ হিসেবে ব্যবহার করবে দুবাই ক্যাপিটালস ও ডেজার্ট ভাইপার্স। গালফ জায়ান্টসের হোম ভেন্যু হবে যথাক্রমে দুবাই ও শারজাহ।
এ ছাড়া শাহরাজ ওয়ারিয়র্সেরও হোম ভেন্যু হবে শারজাহ স্টেডিয়াম। অন্যদিকে আবুধাবি নাইট রাইডার্স ও এমআই এমিরেটস হোম ভেন্যু হিসেবে ব্যবহার করবে আবুধাবি স্টেডিয়ামকে। দিনে দুটি করে ম্যাচ হবে মোট দুইদিন।
যেদিন দুটি করে ম্যাচ হবে প্রথম খেলা শুরু হবে স্থানীয় সময় বেলা আড়াইটায়। আর দিনের দ্বিতীয় ম্যাচটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। ২৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ। এ কারণে টুর্নামেন্টের শুরুতে মার্ক উড ও জো রুটদের খেলা হচ্ছে না।
অন্যদিকে বিগ ব্যাশে সিডনি থান্ডারের ম্যাচের জন্য ২৪ জানুয়ারির পর ডেভিড ওয়ার্নার যোগ দেবেন সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে। আইএল টি-টোয়েন্টির সঙ্গে সাংঘর্ষিক সূচিতে অনুষ্ঠিত হবে এসএ টোয়েন্টিও। একই সময়ে বিপিএল হওয়ার কথা থাকলেও এই টুর্নামেন্টের সূচি ঘোষণা হয়নি এখনও।