promotional_ad

এশিয়া থেকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমান ও নেপাল

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের

১৮ জানুয়ারি ২৫
ছন্দ ধরে রেখে নেপালকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের মেয়েদের, ফাইল ছবি

এশিয়া অঞ্চলের বাছাই পর্ব পেরিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ওমান এবং নেপাল। সেমিফাইনালে ওমান ১০ উইকেটে হারিয়েছে বাহরাইনকে। অন্য সেমিফাইনালে নেপাল টপকে গেছে সংযুক্ত আরব আমিরাতকে। তাতে করে ওমান এবং নেপাল এশিয়া অঞ্চল থেকে সুযোগ পাচ্ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে।


কীর্তিপুরে প্রথম সেমিফাইনালে আগে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে বাহরাইন। ওমানের হয়ে একাই চার উইকেট আকিব ইলিয়াস। ডানহাতি এই স্পিনার ৪ ওভারে দিয়েছেন মোটে ১০ রান। জয়ের জন্য ১০৭ রান তাড়ায় উদ্বোধনী জুটিতে খেলা শেষ করেছেন ওমানের দুই ওপেনার।



promotional_ad

দারুণ ব্যাটিংয়ে কাশফ প্রজাপতি অপরাজিত ছিলেন ৪৪ বলে ৫৭ রানের ইনিংস খেলে। দুটি ছক্কার সঙ্গে ছয়টি চার মেরেছেন তিনি। আরেক ওপেনার প্রতিক আথাভালে খেলেছেন ৪২ বলে ৫০ রানের ইনিংস। যেখানে ছয়টি চার মেরেছেন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার।


মুলপানিতে অন্য সেমিফাইনালে আগে ব্যাটিং করে ১৩৪ রানের পুঁজি পায় সংযুক্ত আরব আমিরাত। তাদের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন ভ্রিত্তিয়া অরবিন্দ। এ ছাড়া মুহাম্মদ ওয়াসিমের ব্যাট থেকে এসেছে ২৬ রান। নেপালের হয়ে কুশল মালা নিয়েছেন তিনটি উইকেট।


দলের সেরা তারকা সন্দীপ লামিচানে ১৪ রানে ২ উইকেট নিয়েছেন। জয়ের জন্য ১৩৫ রান তাড়া করতে নেমে ১৭ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল। ওপেনার আসিফ শেখ অপরাজিত ৬৪ এবং রোহিত পাওডেল অপরাজিত ৩৪ রান করেছেন।



২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ১৭টি দল চূড়ান্ত হয়েছে। যেখানে সবশেষ আসরের সেরা ৮ দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সরাসরি সুযোগ পাচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তান।


আয়োজক হিসেবে সরাসরি খেলবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। ইউরোপীয় অঞ্চল থেকে বাছাই পর্ব পেরিয়ে বিশ্বকাপে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। পূর্ব এশিয়া-প্রশান্ত অঞ্চল থেকে এসেছে পাপুয়া নিউগিনি। এশিয়া অঞ্চলে ওমানের সঙ্গী নেপাল। বাকি তিন দল আসবে আফ্রিকা ও আমেরিকা অঞ্চল থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball