এমন সাফল্য কোনো ‘রকেট সাইন্স’ নয়: শামি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
‘বাড়তি সুবিধা পাচ্ছি’, ভেন্যু বিতর্ক নিয়ে শামি
৬ মার্চ ২৫
এবারের বিশ্বকাপে শুরু থেকে খেলা হয়নি মোহাম্মদ শামির। যদিও পরবর্তীতে সুযোগ পেয়ে বল হাতে অসাধারণ পারফর্ম করছেন এই পেসার। শ্রীলঙ্কাকে মাত্র ৫৫ রানে গুঁড়িয়ে দিতেও অসাধারণ বোলিং করেছেন এই পেসার। ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারও এখন তিনি। নিজের এমন সাফল্যকে অবশ্য 'রকেট সাইন্স' হিসেবে দেখছেন না তিনি। নিয়মিত ছন্দ ঠিক রেখে বোলিং করার সুফল পাচ্ছেন বলে জানিয়েছেন এই পেসার।
এতদিন বিশ্বকাপে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেয়া দুই পেসার ছিলেন জহির খান এবং জাভাগাল শ্রীনাথ। দুজনই বিশ্বকাপে ৪৪টি উইকেট নিয়েছেন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে গেল ম্যাচে পাঁচ উইকেট নিয়ে শামির উইকেট সংখ্যা এখন ৪৫।

এবারের বিশ্বকাপে কেবল তিন ম্যাচ খেলা এই পেসারের মোট উইকেট সংখ্যা ১৪। এর মধ্যে দুই ম্যাচেই পাঁচ উইকেট করে নিয়েছেন তিনি। বাকি একটিতে নিয়েছেন চার উইকেট। গড় ৬.৭১ এবং ইকোনমি রেট ৪.২৭।
২০২১ বিশ্বকাপের পর লুকিয়ে থাকতে হয়েছিল বরুনকে
৮ ঘন্টা আগে
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হওয়া শামি বলেন, 'এটা কোনো রকেট সাইন্স নয়, শুধুমাত্রই ছন্দের ব্যাপার। ভালো খাবার খান, মনকে চিন্তামুক্ত রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষকে ভালোবাসুন। ভারতে আমরা যে পরিমাণ সমর্থন পাই এটারও বড় ভূমিকা আছে। ভারতের বাইরেও যখন আমরা খেলি ভারতীয়রা (সেখানকার) আমাদের সমর্থন করে। তাই আমি সবাইকে খুশি করার চেষ্টায় থাকি।'
'আবারও আমি একটা কথা বলব। আপনার ছন্দ (বোলিংয়ের) ঠিক থাকতে হবে। যেসব জায়গায় আপনি বোলিং করতে চান সেসব জায়গা ঠিক থাকতে হবে। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে আপনি যদি সঠিক জায়গায় বোলিং করেন, উইকেট থেকেও আপনি কিছুটা ছন্দ পাবেন। এটাই সবচেয়ে বেশি দরকার।'
এবারের বিশ্বকাপে শুরু থেকেই ভারতের হয়ে খেলছিলেন শার্দুল ঠাকুর। মূলত বোলিং অলরাউন্ডার হওয়ায় তার ওপর বেশি ভরসা করছিল ভারত। গত ২২ অক্টোবরের ম্যাচে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্রাম দেয়া হয় শার্দুলকে। এরপর অবশ্য শামির পারফরম্যান্সে আর ম্যাচ খেলারই সুযোগ মেলেনি শার্দুলের।