বিসিবি নয়, ক্রিকেটারদেরই দায় দেখছেন তুষার ইমরান
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানের বিপক্ষে জিতে আসর শুরু করলেও টানা ছয়টি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিয়েছে বাংলাদেশ। জাতীয় দলের এমন ব্যর্থতার দায়ভার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিচ্ছেন অনেকেই। যদিও এতে বিসিবির দায় দেখছেন না তুষার ইমরান। সাবেক এই ক্রিকেটার দোষ দিচ্ছেন লম্বা সময় ধরে সুযোগ পাওয়া বর্তমান সময়ের কয়েকজন ব্যাটারকে।
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বাংলাদেশ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েই পরীক্ষা-নিরীক্ষা করেছে। নাঈম শেখ, শামীম পাটোয়ারি, সৌম্য সরকার, আফিফ হোসেনসহ আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে বিভিন্ন পজিশনে খেলে দেখিয়েছে নির্বাচকরা।
কিন্তু তাদের কেউই সফল হতে পারেননি। যার কারণে পুরানোদের ওপরই ভরসা করে বিশ্বকাপে যেতে হয় বাংলাদেশকে। আশানরুপ ফলাফল আনতে পারেননি তাদের কেউই। আর তাই এসবে বিসিবির দোষ দেখছেন না তুষার ইমরান।

ক্রিকফ্রেঞ্জিকে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, 'ক্রিকেট বোর্ড কিন্তু চিন্তা করে অনেক আগে থেকে কাজও করা শুরু করেছে। কিন্তু আমার কাছে মনে হয় দায়ভারটা ক্রিকেট প্লেয়ারদের উপরেও যায়। যেসব ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে, নতুন প্রজন্মের অনেক ক্রিকেটারকে সুযোগ দেয়া হয়েছে, তারা কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারেনি।'
'তাই নতুন করে ক্রিকেটার খুঁজতে হয়েছে বোর্ডকে। ক্রিকেট বোর্ডকে আপনি দায় দিতে পারবেন না, ক্রিকেট প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয়েছে এই দায়ভার ক্রিকেটারদেরই নিতে হবে।'
এদিকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটির আগ পর্যন্ত পুরো বিশ্বকাপে সাত নম্বরে নামানো হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। তুষার ইমরানের মতে, দলের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তার ব্যাটিং পজিশন ঠিকই ছিল। যদিও মাহমুদউল্লাহকে পাঁচ-ছয়ে খেলানোর পক্ষে তিনি।
তিনি আরও বলেন, 'মাহমুদউল্লাহ রিয়াদকে যে জায়গায় সুযোগ করে দেয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে ঠিক আছে। ওকে যদি আগের ম্যাচেও পাঁচে খেলানো হতো, আর সে যদি রান না করত তাহলে কিন্তু আপনারাই অনেক প্রশ্ন করতেন।'
'যে না, ও ওর জায়গায় ভালো সার্ভিস দিচ্ছিল, কেন ওকে উপরে ওঠানো হলো। তবে আমার কাছে মনে হয় মাহমুদউল্লাহর প্রকৃত জায়গা ৫-৬। একসাথে অনেক ক্রিকেটার ফর্মহীন হয়ে পড়েছে, এতগুলো ব্যাটার ফর্মে না থাকলে ফলাফল করাটা কঠিন।'